Total Pageviews

Friday 21 September 2012

'মনমোহন সরকার বিদেশিদের সরকার'


নয়াদিল্লি:গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এক জনসভায় মনমোহন সরকারের বিরুদ্ধে ফের একবার কড়া ভাষায় তোপ দাগলেন।কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন,অ্যাব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, সরকার মানুষের জন্য,মানুষের দ্বারা পরিচালিত,মানুষের সরকার। আর মনমোহন সরকার নতুন ভাবে গণতন্ত্রকে বিশ্লেষণ করেছে। তাঁর কথায় ভারতের সরকার মানুষের জন্য নয়।তিনি মনে করেন মনমোহন সরকার মূলত, বিদেশিদের জন্য,বিদেশিদের দ্বারা পরিচালিত,বিদেশির সরকার।তিনি বলেছেন, 'গভার্মেন্ট ফর দ্য ফরেনার্স,বাই দ্য ফরেনার্স, অফ দ্য ফরেনার্স'। 
বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় কেন্দ্রীয় সরকার যে ৫১ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে,সেই সিদ্ধান্ত নিয়েই প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে একহাত নিয়েছেন মোদী।এছাড়ও তিনি উত্তর-পূর্ব ভারতে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন।তিনি মনে করেন বিদেশি বিনিয়োগের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যত এক বিশাল প্রশ্নের সম্মুখীন হল।

No comments:

Post a Comment