এনডিএ-র ডাকা বনধের দিনেই ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা৷ ১২ ঘণ্টার ধর্মঘটের কথা ঘোষণা করেছেন বিমান বসু৷আর, বনধের বিরোধিতায় সর্বস্তরের ক্ষমতা প্রয়োগ করবে রাজ্য সরকার৷ জানিয়েছে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ এবিষয তৃণমূল আর কংগ্রেস নেতারা কটাক্ষ করে বলেছেন, বাম-বিজেপি এক হয়ে গেছে৷
ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বিরোধী দলগুলে৷ প্রতিবাদের ভাষা সেই চিরাচরিত ‘ধর্মঘট’৷ এনডিএ-র পর এবার একই পথে বামেরা৷ বৃহস্পতিবার বাম আর এনডিএ-র জোড়া ধর্মঘটে ফের চরম হয়রানি হতে চলেছে সাধারণ মানুষের৷ শনিবারই ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দেয় এনডিএ৷ এবার একই দিনে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামেরা৷
তবে, ঘোষিত নীতি অনুযায়ীই বনধের বিরোধিতায় সর্বশক্তি দিয়ে নামতে চলেছে তৃণমূল সরকার৷ জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়৷
বাম আর এনডিএ-র ডাকে, একই দিনে ধর্মঘট৷ আর এ বিষয়টিকে বাম ও বিজেপি-র আঁতাত বলেই কটাক্ষ করেছে তৃণমূল ও কংগ্রেস-দু’দলই৷
কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবারই সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসি-ও৷ রাস্তায় নেমে বনধ বিরোধিতায় নামার কথা জানালেও, সরকারি কর্মীদের উপস্থিতি নিয়েও এবার কড়া সিদ্ধান্ত নেওয়ারই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷
ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্রের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বিরোধী দলগুলে৷ প্রতিবাদের ভাষা সেই চিরাচরিত ‘ধর্মঘট’৷ এনডিএ-র পর এবার একই পথে বামেরা৷ বৃহস্পতিবার বাম আর এনডিএ-র জোড়া ধর্মঘটে ফের চরম হয়রানি হতে চলেছে সাধারণ মানুষের৷ শনিবারই ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দেয় এনডিএ৷ এবার একই দিনে ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল বামেরা৷
তবে, ঘোষিত নীতি অনুযায়ীই বনধের বিরোধিতায় সর্বশক্তি দিয়ে নামতে চলেছে তৃণমূল সরকার৷ জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়৷
বাম আর এনডিএ-র ডাকে, একই দিনে ধর্মঘট৷ আর এ বিষয়টিকে বাম ও বিজেপি-র আঁতাত বলেই কটাক্ষ করেছে তৃণমূল ও কংগ্রেস-দু’দলই৷
কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবারই সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসি-ও৷ রাস্তায় নেমে বনধ বিরোধিতায় নামার কথা জানালেও, সরকারি কর্মীদের উপস্থিতি নিয়েও এবার কড়া সিদ্ধান্ত নেওয়ারই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷
No comments:
Post a Comment