Total Pageviews

Sunday, 16 September 2012

আতুড়ঘরে হার কারাট-ইয়েচুরির

নয়াদিল্লি: রাজনৈতিক জীবনের আতুড়ঘর জেএনইউ-তে বিক্ষুব্ধদের কাছে হারলেন প্রকাশ কারাট-সীতারাম ইয়েচুরিরা৷ছাত্র সংসদ নির্বাচনে খাতাই খুলতে পারেনি  এসএফআই৷ বিপুল ভোটে জিতেছেন সিপিএমের সংগঠন থেকে বহিষ্কৃতরা৷
এই হারে জেএনইউ ছাত্র সংগঠন নির্বাচনে বড় ধাক্কা খেল এসএফআই৷ প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন বিক্ষুব্ধ এসএফআই প্রার্থী ভি লেনিন কুমার৷ নির্বাচনে তাদের কোনও প্রার্থীকেই জেতাতে পারেননি সিপিএমের ছাত্র সংগঠন৷ বাকি তিনটি পদে জয়ী হয়েছেন নকশাল পন্থী এআইএসএ৷ বিভিন্ন বিভাগের কাউন্সিলর পদগুলির মধ্যে ৫টিতে জিতেছে বিক্ষুব্ধ এসএফআই৷ রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে দল থেকে বহিষ্কৃত হতে হয় প্রসেবজিত্ বসু-সহ এসএফআইয়ের চার নেতাকে৷ ইউনিট-টিও ভেঙে দেয় সিপিএম৷ এরপর এসএফআই-জেএনইউ নামে নতুন একটি সংগঠন তৈরি করে নির্বাচনে দাঁড়ায় তাঁরা৷ মোট ৪,৩০৫টি ভোটের মধ্যে ১,৪৪৫টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিন হয়েছেন লেনিন৷ জেএনইউতে এসএফআইয়ের এই পরাজয় কারাট এবং ইয়েচুরিকে বড় ধাক্কা দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷


No comments:

Post a Comment