আদালতের নির্দেশে কলকাতা থেকে ধৃত মাওবাদী নেতা অভিষেক মুখোপাধ্যায় সহ ৩ জনের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা শুরু করল পুলিশ৷ ধৃতদের ৮ অক্টোবর পর্যন্ত ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত৷
১১ সেপ্টেম্বর গভীর রাতে উত্তর কলকাতার টালা থানা এলাকা থেকে মাওবাদীদের গ্রেটার কলকাতা সিটি কমিটির সম্পাদক অভিষেক মুখোপাধ্যায় এবং নীল ও সমীর নামে দুই সদস্যকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়৷ তিনজনকেই ১৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় শিয়ালদা আদালত৷ আজ ফের আদালতে তোলা হয় অভিযুক্তদের৷
অভিযুক্তদের জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে এসটিএফের হাতে৷ পুলিশ জানিয়েছে...
কলকাতা ও সংলগ্ন এলাকায় সংগঠন বিস্তার করা ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা ছিল অভিষেকদের কাজ৷ অভিষেক, নীল ও আরও একজন কলকাতায় সংগঠন চালাত৷ সেই তিন নম্বর ব্যক্তির খোঁজ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ৷ তাঁর বয়স ৭০৷ এবং তিনি কলকাতা শহরতলির বাসিন্দা৷ বুদ্ধিজীবী সমাজের একাংশ, এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের উচ্চ পদে আসীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখত অভিষেকরা৷
অভিযুক্তদের জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে এসটিএফের হাতে৷ পুলিশ জানিয়েছে...
কলকাতা ও সংলগ্ন এলাকায় সংগঠন বিস্তার করা ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা ছিল অভিষেকদের কাজ৷ অভিষেক, নীল ও আরও একজন কলকাতায় সংগঠন চালাত৷ সেই তিন নম্বর ব্যক্তির খোঁজ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ৷ তাঁর বয়স ৭০৷ এবং তিনি কলকাতা শহরতলির বাসিন্দা৷ বুদ্ধিজীবী সমাজের একাংশ, এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের উচ্চ পদে আসীন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখত অভিষেকরা৷
No comments:
Post a Comment