বুমাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বেলপাহাড়িতে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তাঁর প্রথম বেলপাহাড়ি সফর৷বুধবার সকালে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকের পর আজ বেলা ১টা নাগাদ বেলপাহাড়িতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা জঙ্গলমহলজুড়ে৷ জনসভায় কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করতে পারেও বলে সূত্রের তরফে খবর রয়েছে৷ 
৯-এর দশকের কথা৷ আজকের মুখ্যমন্ত্রী তখন যুব কংগ্রেসের নেত্রী৷ প্রথমবার বেলপাহাড়ি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানকার মানুষের দুঃখ দুর্দশা বাংলার অগ্নিকন্যার মনকে নাড়িয়ে দিয়েছিল৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ রাজ্যে পরিবর্তন হয়েছে৷ সেদিনের যুব কংগ্রেস নেত্রী আজ মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বেলপাহাড়ি সফর৷
মঙ্গলবার রাতেই ঝাড়গ্রাম পৌঁছে যান মুখ্যমন্ত্রী৷ বুধবার সকাল ১১টা নাগাদ ঝাড়গ্রামের পুলিশ সুপারের দফতরে প্রশাসনিক বৈঠক করেছেন৷ তারপর আজ বেলা ১টা নাগাদ বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভা৷
জঙ্গলমহলের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার জঙ্গলমহলে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা তাঁর পঞ্চম জঙ্গলমহল সফর৷ মাওবাদী অধ্যুষিত জেলাগুলিকে কেন্দ্র যে আর্থিক বরাদ্দ দেয়, তার নিরিখে দেশে সবার আগে পশ্চিমবঙ্গ৷ এটা মুখ্যমন্ত্রীর বারংবার জঙ্গলমহল সফরের সুফল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশজুড়ে মাওবাদীদের শহিদ দিবস পালিত হচ্ছে৷ তাই, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জঙ্গলমহলজুড়ে৷ এছাড়াও, মাওবাদীদের অত্যন্ত শক্ত ঘাঁটি বলেও পরিচিত বেলপাহাড়ি৷ অনেকে বেলপাহাড়িকে এ রাজ্যের মাও সদর দফতরও বলে থাকেন৷ কারণ, একদা বিপদের আশঙ্কা করলেই এই বেলপাহাড়িতে এসেই আত্মগোপন করতেন কিষেণজির মতো শীর্ষ মাওবাদী নেতারা৷ যৌথ বাহিনীও বেলাপাহাড়ির গহন জঙ্গলে ঢুকে অভিযান চালানোর আগে দু’বার ভাবত৷ এহেন বেলপাহাড়িতে তাই মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সতর্ক প্রশাসন৷
বুধবার মুখ্যমন্ত্রীর জনসভায় কয়েকজন মাওবাদীর আত্মসমর্পণের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর৷
৯-এর দশকের কথা৷ আজকের মুখ্যমন্ত্রী তখন যুব কংগ্রেসের নেত্রী৷ প্রথমবার বেলপাহাড়ি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানকার মানুষের দুঃখ দুর্দশা বাংলার অগ্নিকন্যার মনকে নাড়িয়ে দিয়েছিল৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ রাজ্যে পরিবর্তন হয়েছে৷ সেদিনের যুব কংগ্রেস নেত্রী আজ মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বেলপাহাড়ি সফর৷
মঙ্গলবার রাতেই ঝাড়গ্রাম পৌঁছে যান মুখ্যমন্ত্রী৷ বুধবার সকাল ১১টা নাগাদ ঝাড়গ্রামের পুলিশ সুপারের দফতরে প্রশাসনিক বৈঠক করেছেন৷ তারপর আজ বেলা ১টা নাগাদ বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভা৷
জঙ্গলমহলের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার জঙ্গলমহলে ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা তাঁর পঞ্চম জঙ্গলমহল সফর৷ মাওবাদী অধ্যুষিত জেলাগুলিকে কেন্দ্র যে আর্থিক বরাদ্দ দেয়, তার নিরিখে দেশে সবার আগে পশ্চিমবঙ্গ৷ এটা মুখ্যমন্ত্রীর বারংবার জঙ্গলমহল সফরের সুফল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশজুড়ে মাওবাদীদের শহিদ দিবস পালিত হচ্ছে৷ তাই, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জঙ্গলমহলজুড়ে৷ এছাড়াও, মাওবাদীদের অত্যন্ত শক্ত ঘাঁটি বলেও পরিচিত বেলপাহাড়ি৷ অনেকে বেলপাহাড়িকে এ রাজ্যের মাও সদর দফতরও বলে থাকেন৷ কারণ, একদা বিপদের আশঙ্কা করলেই এই বেলপাহাড়িতে এসেই আত্মগোপন করতেন কিষেণজির মতো শীর্ষ মাওবাদী নেতারা৷ যৌথ বাহিনীও বেলাপাহাড়ির গহন জঙ্গলে ঢুকে অভিযান চালানোর আগে দু’বার ভাবত৷ এহেন বেলপাহাড়িতে তাই মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সতর্ক প্রশাসন৷
বুধবার মুখ্যমন্ত্রীর জনসভায় কয়েকজন মাওবাদীর আত্মসমর্পণের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর৷
No comments:
Post a Comment