Total Pageviews

Saturday 25 August 2012

তৃনমূল যুবার ১ম সম্মেলনে মমতাঃ"রাজ্য সরকার সফল"



রাজ্য সরকার এক বছরে যে কাজ করেছে, পৃথিবীর কোনও সরকার তা করতে পারেনি৷আজ নেতাজি ইন্ডোরে তৃণমূল যুবার সম্মেলনে এমনটাই দাবি করেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি৷ বলেছেন, বড় শিল্পগোষ্ঠীগুলিকে রাজ্যে আসতে বাধা দেওয়া হচ্ছে৷
বিরোধীরা তাঁর সরকারের সমালোচনায় মুখর হলেও, মুখ্যমন্ত্রীর দাবি, অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করছে রাজ্য সরকার৷ সরকারের এক বছর পূর্তির প্রাক্কালে মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি এক বছরে ১০ বছরের কাজ করে ফেলেছেন৷ শনিবার, নেতাজি ইন্ডোরে তৃণমূল যুবার সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্য সরকার এক বছরে যে কাজ করেছে, পৃথিবীর কোনও সরকার তা করতে পারেনি৷  


মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ৩৫ বছরের সিপিএমকে সরানো তাঁর চ্যালেঞ্জ ছিল৷ এবার, বাংলার উন্নয়নই তাঁর দ্বিতীয় চ্যালেঞ্জ৷ তাঁর দাবি, শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার চার দশমিক এক শতাংশ৷ রেলমন্ত্রী থাকাকালীন রাজ্য ১৬টি রেলের কারখানা পেয়েছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, বড় শিল্পগোষ্ঠীগুলিকে রাজ্যে আসতে অনেকে বাধা দিচ্ছেন৷ 
আজ  বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন ৩৪ বছরে রাজ্যের সর্বনাশ করেছে সিপিএম৷ মহাকরণে থেকে ফাইল পর্যন্ত উধাও৷ কটাক্ষ করে, সিপিএমকে এখন ঘুমিয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷ 
জাতীয় রাজনীতিতে যে তৃণমূল  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়, এদিন সেই বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা৷ দলের ভাবমূর্তি তৈরির কাজে যুবাকে এগিয়ে আসার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনও রকম হিংসার পথে না গিয়ে, তর্কের মধ্যে দিয়ে সমালোচনার জবাব দিতে হবে৷ 

No comments:

Post a Comment