Total Pageviews

Thursday 23 August 2012

লালগ্রহে ‘কৌতুহলী’ চলাফেরা শুরু

ওয়াশিংটন: ম্যাঙ্গানিজ, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ও লোহা৷ প্রথম বিশ্লেষণেই মঙ্গলের বুকে লুকিয়ে থাকা এতগুলি খনিজের সন্ধান দিল রোভার কিউরিওসিটি৷ এর মধ্যে মঙ্গলের বুকে 'টেস্ট ড্রাইভ'ও শুরু করেছে রোভার৷ বিজ্ঞানীদের আশা, ঠিকঠাক পথচলা শুরু করলে মঙ্গল থেকে আরও বিশদে তথ্য মিলবে।
গত ৬ অগাস্ট ভোরে মঙ্গলের বুকে সফল অবতরণ করে কিউরিওসিটি৷ তার পর গবেষণায় সাহায্যকারী বেশ কয়েকটি ছবি পাঠালেও চলাফেরা শুরু করেনি। এখন রোভারটি সামনে এগোনো-পিছনোর সঙ্গে সমান্তরালে নড়তেও পারছে৷ আর তার সঙ্গেই চলছে ছবি তোলা আর বিশ্লেষণ৷ সেই বিশ্লেষণেই লালগ্রহের বুকে লুকিয়ে থাকা একগাদা খনিজের সন্ধান দিয়েছে রোভার৷ ম্যাঙ্গানিজ, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, লোহার মতো খনিজের সন্ধান পাওয়া গিয়েছে৷ 
মঙ্গলের যে অংশে কিউরিওসিটি অবতরণ করেছে, কল্পবিজ্ঞান লেখক রে ব্র্যাডবেরির নামানুসারে সেই অংশের নাম দেওয়া হয়েছে ব্র্যাডবেরি ল্যান্ডিং৷ আজই ব্র্যাডবেরির জন্মদিন। আপাতত কয়েকদিন ব্র্যাডবারি ল্যান্ডিংয়ের আশেপাশেই ঘুরবে কিউরিওসিটি৷ সেখান থেকেই পাঠাতে থাকবে তথ্য৷ 
তবে শুধু ছবি তুলে তথ্য পাঠানো হয়৷ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের মাটিতে রোভার নিউট্রন ছড়াতে শুরু করেছে৷ সেই নিউট্রনের গতিপ্রকৃতি দেখে মঙ্গলের মাটিতে হাইড্রোজেনের পরিমাণ মাপা সম্ভব হবে৷ হাইড্রোজেনের অস্তিত্ব মিললে মঙ্গলের জলের খোঁজে আরও একধাপ এগোনো সম্ভব হবে বলে বিজ্ঞানীদের ধারণা৷
এছাড়া মঙ্গলের ভূপৃষ্ঠে তাপমাত্রাও রেকর্ড করছে রোভার৷ আপাতত যেটা দেখা গেছে, তা হল তাপমাত্রা তিন থেকে মাইনাস ৯১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে৷ ভবিষ্যতে মঙ্গলের বুকে মানুষ যাওয়ার ক্ষেত্রে এ সমস্ত তথ্যই যে জরুরি!


No comments:

Post a Comment