Total Pageviews

Friday 31 August 2012

অটোর ‘কাটা রুট’ বন্ধের নির্দেশ

শহরে দিনদিন রাড়ছে অটোর দ্যরাত্ম্য৷ অটোর একটি রুটকে ভেঙে একাধিক রুটে পরিণত করা হচ্ছে৷ যার জেরে খরচ বাড়ার সঙ্গে যাত্রীদের হয়রানিরও অভিযোগ উঠেছে৷ বেড়ে চলা সেই অটোরাজ রুখতে এবার রাশ টানতে চায় সরকার৷ ইউনিয়নগুলির দাবি মেনে কয়েকটি রুটকে ছাড় দিতে গিয়ে ভাঙা যাবে না নিয়ম৷ বন্ধ করতে হবে কাটা রুট৷ জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷

শুক্রবার মহাকরণে অটো ইউনিয়নগুলির  প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী৷ বৈঠকে ছিলেন কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার পুলিশ কর্তারাও৷ বৈঠকে কাটা রুট বন্ধে অটো ইউনিয়নগুলি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান পরিবহণমন্ত্রী৷ 
তবে, আলো দিয়ে অটো সাজানোর ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখানো হয়েছে৷ অন্যের অসুবিধা না করলে এব্যাপারে পুলিশ আপত্তি জানাবে না বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷ পাশাপাশি, কালীপুজোর মধ্যে অটোগুলিতে হাই সিকিউরিটি প্লেট লাগনো এবং অটো চালকদের দ্রুত সচিত্র পরিচয়পত্রের জন্য অটো ইউনিয়নগুলিকে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী৷

No comments:

Post a Comment