‘রাজদূত’ ও ‘রাজবীর’ নামে ওই দুটি জাহাজ তুলে দেওয়া হবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে৷ উন্নত জার্মান প্রযুক্তিতে তৈরি জাহাজ দুটি একাধিক কাজে লাগবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ররা৷

শত্রু মোকাবিলার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার কাজে দক্ষ এই দু’টি জাহাজ তৈরি হয়েছে গার্ডেনরিচে৷ চলতি বছরের জানুয়ারি মাসে কাঠামো তৈরি শুরু হয় জাহাজদুটির৷ ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন টেকনোলজির সাহায্যে দ্রুত তৈরি হয়েছে জাহাজ দুটি৷ দুটি জাহাজের গতিবেগ ৩৪ নট৷ এয়ারকন্ডিশনড মডিউলে থাকতে পারবেন ৩৫ জন৷ বহন করা যাবে আগ্নেয়াস্ত্রও৷ আগামী বছর জানুয়ারিতে জাহাজদুটি তুলে দেওয়া হবে উপকূলরক্ষী বাহিনীর হাতে৷ উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি উন্নত প্রযুক্তির এই দুই যুদ্ধজাহাজ কাজে আসবে ভারতের নৌবাহিনীরও৷
No comments:
Post a Comment