পাসাডেনা: মঙ্গলের মাটিতে তৈরি হওয়া গহ্বর ‘গেল’৷ তারই মধ্যে অবতরণ করেছে রোভার কিউরিওসিটি৷ কী এই গেল? তার উত্তর জানতে উদগ্রীব বিজ্ঞানীমহল৷
লালগ্রহের রূক্ষ মাটির মধ্যে ওই গহ্বর তৈরি হয়েছিল নেহাত প্রকৃতির খেয়ালেই৷ সোমবার গোটা পৃথিবীর মনে ইতিহাস হয়ে জেগে রইল ‘গেল’৷ এদিন মঙ্গলের
লালগ্রহের রূক্ষ মাটির মধ্যে ওই গহ্বর তৈরি হয়েছিল নেহাত প্রকৃতির খেয়ালেই৷ সোমবার গোটা পৃথিবীর মনে ইতিহাস হয়ে জেগে রইল ‘গেল’৷ এদিন মঙ্গলের
ওই রূক্ষ গহ্বরেরই হৃদপিণ্ড ছুঁল রোভার কিউরিওসিটি৷
কী এই এই ‘গেল’? কী-ই বা তার পরিচয়? তার জন্ম ৩.৫ থেকে ৩.৮ বিলিয়ন বছর আগে, এমনই দাবি জ্যোতির্বিজ্ঞানীদের৷ মঙ্গলের বুকে নালার অস্তিত্বের কথা বলে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন যিনি, লালগ্রহের বুকে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন যিনি, সেই ফ্রেডরিখ গেলের স্মরণেই নামকরণ এই গ্রহান্তরের এই গহ্বরের৷ অতিকায় এই গহ্বরের ঠিক কেন্দ্রস্থলে রয়েছে মাউন্ট এওলি মন৷ যার উচ্চতা গেলের গহ্বরপৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট উপরে৷ আর মাউন্ট এওলির আনাচে-কানাচে ঘুরে বেড়াবে রোভার কিউরিওসিটি। নতুন তথ্যের খোঁজে৷
কী এই মাউন্ট এওলির উপাদান? 'গেল'-এর বুকে কী ভাবেই বা তৈরি হয়েছিল সে? প্রায় ২০০ কোটি বছর ধরে বিভিন্ন রাসায়নিক ও যৌগের সমন্বয়ে একটু একটু করে জেগে ওঠে এই পর্বতশৃঙ্গ৷ কিন্তু তার জন্মকথা নিয়ে এখনও বিতর্ক রয়েছে বিজ্ঞানীমহলে৷ কিওরিওসিটির অভিযান সেই কৌতুহল মেটাতে পারবে, এমনই আশা বিজ্ঞানীদের৷ আপাতত একরাশ প্রশ্ন নিয়ে রহস্যগ্রহের বুকে জেগে রয়েছে মহাজাগতিক গহ্বর৷
No comments:
Post a Comment