নয়াদিল্লি, কলকাতাঃ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ৬৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে৷ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ৷ তাঁকে সেনাবাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকমার শিণ্ডে, অর্থমন্ত্রী পি চিদম্বরংম-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা৷ এর আগে সকালে রাজঘাটে গাঁধীজির সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷
জাতীয় রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন রাজনীতিকরাও৷ জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী৷ দিল্লিতে দুটি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সভাপতি নীতিন গডকড়ী ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী৷
জাতীয় রাজধানীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন রাজনীতিকরাও৷ জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী৷ দিল্লিতে দুটি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সভাপতি নীতিন গডকড়ী ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী৷
স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হচ্ছে এরাজ্যেও। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন করল রাজ্য সরকার৷ অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে৷ কুচকাওয়াজের পাশপাশি নৃত্যানুষ্ঠানে অংশ নেন ছাত্রছাত্রীরা৷ প্রদর্শিত হয় রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মধ্যরাতের পরই বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়৷ বেজে ওঠে জাতীয় সঙ্গীত৷ শোনা যায় বন্দেমাতরম ধ্বনি৷ স্বাধীনতা দিবসের আগে সর্বত্রই কঠোর করা হয়েছে নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে প্রচুর অতিরিক্ত পুলিশ৷ গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার স্বয়ং৷ স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় জাতীর উদ্দেশে ভাষণে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷
No comments:
Post a Comment