নয়াদিল্লি: মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচন৷ ইউপিএ প্রার্থী হামিদ আনসারির সঙ্গে এনডিএ প্রার্থী যশবন্ত সিংহ-র সরাসরি লড়াই হচ্ছে উপ-রাষ্ট্রপতি পদের জন্য৷সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ চলবে বিকেল ৫ টা পর্যন্ত৷ ইতিমধ্যেই আনসারিকে সমর্থন জানিয়েছে তৃণমূলও৷ ইউপিএ শরিক ছাড়াও সমাজবাদী পার্টি ও বিএসপি-র সমর্থনও আনসারিরই দিকে৷ পরিসংখ্যান অনুসারে ৭৯০-এর মধ্যে ৪৫০-এরও বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আনসারির৷ আগামী ১১ অগাস্ট নয়া উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান৷
No comments:
Post a Comment