নয়াদিল্লি: সংসদভবনের সামনে ধর্ণায় বসার আগেই গ্রেফতার করা হল বাবা রামদেবকে। সোমবার দুপুর ২টোর সামান্য আগে যোগগুরুর সংসদভবনের পথে মার্চ আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর অসংখ্য সমর্থককেও। এদিন সকালেই কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সংসদভবনের বাইরে ধর্ণায় বসার কথা জানান যোগগুরু। কালো টাকা ও দুর্নীতির প্রতিবাদে ধর্ণায় বসার পরিকল্পনা ছিল তাঁর। রামলীলা ময়দান থেকে সংসদভবনে যাওয়ার পথে রঞ্জিত সিংহ উড়ালপুলের কাছে রামদেব ও তাঁর সমর্থকদের গ্রেফতার করা হয়।
দিল্লি প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ধর্ণায় বসার কোনও অনুমতি রামদেবকে দেওয়া হবে না। রামলীলা ময়দানে অনশনে করছেন যোগগুরু। রামদেব বলেন, বসে থাকার সময় শেষ হয়ে গিয়েছে। এ বার এই সরকারকে হঠাতে হবে। অনশন মঞ্চ থেকেই স্লোগান দেন, ‘কংগ্রেস হঠাও, দেশ বাঁচাও’। তিনি আরও জানিয়েছেন, তাঁর প্রতিবাদ হবে অহিংস পথে। নিজের সমর্থকদের সমাজবিরোধীদের প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সমাজবিরোধীদের প্ররোচনায় পা দিলে অশান্তি হবে। রামদেব আরও বলেছেন, আমি আপনাদের সবাইকে আমাদের পরবর্তী আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আর্জি জানাচ্ছি। তরুণদের নেতৃত্বে এখান থেকে সংসদভবনের দিকে যাত্রা শুরু করা হবে।
এদিন রামদেবের অনশণ মঞ্চে রাজনৈতিক রং লাগে৷ বিজেপি সভাপতি নীতিন গডকড়ি ও জেডিইউ সভাপতি শরদ যাদব যান সেখানে৷ রয়েছেন টিডিপির সাংসদও৷এ রআগে সুব্রহ্মমানিয়াম স্বামী ও শিরোমণি অকালি দলের কয়েকজন প্রতিনিধিও অনশন মঞ্চে এসে রামদেবকে সমর্থন জানিয়ে গিয়েছেন।
রামদেব রবিবারই জানিয়েছিলেন, জেলেই তাঁর অনশন শেষ হবে।রামলীলা ময়দান থেকে রামদেব সংসদভবন অভিমূখে বিক্ষোভ মিছিল বের করতে পারেন বলে জানা গেছে।রবিবার সন্ধেয় রামদেব জানিয়েছিলেন যে, সোমবার সকালে তিনি তাঁর পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন। কিন্তু আজ প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচী ঘোষণা সন্ধে পর্যন্ত স্থগিত রেখেছেন।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রামদের তাঁর দাবিগুলি জানিয়েছেন। এই দাবিগুলির মধ্যে রয়েছে, বিদেশের ব্যাঙ্কগুলি জমানো কালো টাকা দেশে ফেরত আনা, একটি শক্তিশালী লোকপাল বিল প্রণয়ণ এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র প্রধান বাছাইয়ে স্বচ্ছ্ব প্রক্রিয়া প্রস্তুত করা।রামদেব বলেছেন, নতুন করে সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং এক্ষেত্রে যদি সরকার যথাযথভাবে সাড়া না দেয়- তাহলে আগামীকাল থেকে বড় আন্দোলনের পথে যাবেন তাঁরা।
NEWS COLLECTED BY: BISWANATH BHOWMIK
No comments:
Post a Comment