Total Pageviews

Monday, 20 August 2012

সারেঙ্গায় মাওনেতা গ্রেফতার

বাঁকুড়ার সারেঙ্গায় অভিরাম টুডু নামে এক মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতকে সোমবার খাতরা মহকুমা আদালতে তোলা হয়৷ একাধিক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই মাও নেতার বিরুদ্ধে৷মূলত মাও দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ৷ 
২০০১ সালে  মাওবাদী নেতা অভিরাম টুডু প্রথম গ্রেফতার হন ২০০১ সালে৷ পরে জামিনে ছাড়া পান তিনি৷ 
সিধু সোরেন স্কোয়াডের সারেঙ্গা এলাকার দায়িত্বেও ছিলেন তিনি৷ 

দীর্ঘদিন ধরেই অভিযুক্ত এই মাওবাদী নেতাকে খুঁজছিল সারেঙ্গা থানার পুলিশ৷ গোপন সূত্রে পাওয়া খবরে রবিবার রাতে অভিযান চালিয়ে সারেঙ্গার শালুকা থেকে অভিযুক্ত অভিরাম টুডুকে  গ্রেফতার করে সারেঙ্গা থানার পুলিশ৷
ধৃতকে সোমবার খাতরা মহকুমা হাসপাতালে তোলা হয়৷ আদালত তাঁর ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ পুলিশের অনুমান, অভিরাম টুডুকে জেরা করে মাওবাদীদের কার্যকলাপ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে৷ 

No comments:

Post a Comment