জমির উর্দ্ধসীমা তোলা হবে না৷ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিতে অনড় থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরইসঙ্গে জেলা সফরে এসে নদীয়ার কৃষ্ণনগর স্টেডিয়ামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, উন্নয়নের কাজে কোনও বাধা বরদাস্ত করা হবে না৷
কৃষকদের আশ্বস্ত করে ফের একবার জানিয়ে দিলেন, তাদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনও পদক্ষেপ রাজ্য সরকার করবে না৷ জমির ঊর্দ্ধসীমা তুলবে না তাঁর সরকার৷ সেইসঙ্গে সারের দামবৃদ্ধি নিয়ে মুখমন্ত্রীর প্রতিশ্রুতি, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ পরিস্থিতি আর খারাপ হবে না৷
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেক্ষাপটে এদিন কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, গুণ্ডামি বরদাস্ত করা হবে না৷ উন্নয়নের পথে কোনও বাধা এলে তা সরিয়ে দেওয়া হবে৷
এদিন, প্রশাসনিক বৈঠকে রাজ্যের সড়কগুলির সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে ডেকে পাঠানো হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষককেও৷ ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, ইতিমধ্যেই জাতীয় সড়কগুলির হাল নিয়ে কেন্দ্রের শাসক জোট ইউপিএর সমন্বয় কমিটির বৈঠকে সরব হয়েছেন তিনি৷ পুজোর আগেই বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেক্ষাপটে এদিন কড়া সুরে মুখ্যমন্ত্রী জানান, গুণ্ডামি বরদাস্ত করা হবে না৷ উন্নয়নের পথে কোনও বাধা এলে তা সরিয়ে দেওয়া হবে৷
এদিন, প্রশাসনিক বৈঠকে রাজ্যের সড়কগুলির সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে ডেকে পাঠানো হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষককেও৷ ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ জানান, ইতিমধ্যেই জাতীয় সড়কগুলির হাল নিয়ে কেন্দ্রের শাসক জোট ইউপিএর সমন্বয় কমিটির বৈঠকে সরব হয়েছেন তিনি৷ পুজোর আগেই বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
No comments:
Post a Comment