Total Pageviews

Wednesday, 29 August 2012

আজমল কাসভের ফাঁসির সাজা বহাল

নয়াদিল্লি: আজমল  কাসভের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট।আজ এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত৷ বম্বে হাইকোর্টের মৃত্যুদণ্ডের আদেশই বহাল রেখেছে সুপ্রিমকোর্ট৷
২৬/১১ মামলার মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত আজমল কাসভ৷৬ মে ২০১০ সালে মুম্বই হামলায় ধৃত একমাত্র জীবিত পাকিস্তানি জঙ্গি ২৫ বছরের আজমল কাসভের মৃত্যুদণ্ডের আদেশ দেয় মুম্বই আদালত। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রাণভিক্ষার আর্জি জানিয়ে মামলা করে কাসভ। আজ সেই মামলার রায়ে তার আর্জি খারিজ করে প্রাণদণ্ডের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। কাসভের প্রাণ ভিক্ষার  আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয় কাসভের বিরুদ্ধে ভারতে যুদ্ধঘোষণা ও ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে৷ আর, সেজন্যই তার ফাঁসির সাজা বহাল রাখা হয়েছে৷ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম।পাশাপাশি, সরকারপক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম বুধবার জানিয়েছেন, পাকিস্তানের মাটিতেই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করা হয়েছিল, এই প্রথম তা প্রমাণিত হল সুপ্রিম কোর্টে৷
  • কাসভের আরও বড় সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। ফাঁসির চেয়েও আরও খারাপ সাজা হওয়া উচিত ছিল কাসভের৷ তবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে প্রয়োজন আরও দ্রুত পদক্ষেপ৷ বলেছেন বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি৷  
  • সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় এই মামলার বিচার ও রায়দান প্রক্রিয়া সম্পণ্ণ হয়েছে৷ কাসভের বিরুদ্ধে ভারতের মাটিতে যুদ্ধের ষড়যন্ত্র করার অভিযোগ প্রমাণিত হয়েছে৷ বলেছেন মহারাষ্ট্র সরকারের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম৷
  • অভিযুক্তের তরফে সওয়াল করার সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে৷ সর্বোচ্চ আদালতের রায় মেনে নিচ্ছি৷ সুপ্রিম কোর্টের রায়ের পর বলেন কাসভের আইনজীবী৷
  • ২৬/১১-র হামলা মুম্বইয়ের বুকে যে ক্ষতচিহ্ন তৈরি করে দিয়ে গিয়েছিল, তাতে অবশ্যই প্রলেপ দেবে সুপ্রিম কোর্টের এই রায়৷ কাসভের মৃত্যুদণ্ড নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের প্রসঙ্গে একথা বলেছেন জগদম্বিকা পাল৷


No comments:

Post a Comment