Total Pageviews

Friday, 31 August 2012

দক্ষিন দিনাজপুর মমতা-ময়;৪ কিমি হেঁটে সভাস্থলে মূখ্যমন্ত্রী


 দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের জনসভায় কৃষকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর দাওয়াই, জেলাশাসকের অফিসে রাখতে হবে কমপ্লেন বক্স৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বাম শরিক আরএসপির সাংসদের উপস্থিতি উস্কে দিল জল্পনা৷
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে গিয়ে শুক্রবার বুনিয়াদপুরে ধানের সহায়ক মূল্য, কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে সমস্যার মতো কৃষকদের নানা প্রশ্নের উত্তরে  প্রত্যেকটি জেলায় জেলাশাসকের অফিসে অভিযোগ নেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি৷ 

বালুরঘাট সার্কিট হাউস থেকে বুনিয়াদপুরের জনসভায় যাওয়ার পথে এদিন মানুষের ভিড়ে আটকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়৷ প্রায় ৪ কিলোমিটার হেঁটে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ মূলত কৃষি নির্ভর দক্ষিণ দিনাজপুরের রেলের কারখানার শিলান্যাসের মাধ্যমে শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলায় দু’টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির ঘোষণা করেন তিনি৷

মুখ্যমন্ত্রীর এদিনের সভায় কংগ্রেসের কেউ হাজির না থাকলেও, অত্যন্ত তাত্‍পর্যপূর্ণভাবে হাজির ছিলেন বালুরঘাটের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার৷ সিপিএম যখন মুখ্যমন্ত্রীর জেলা সফরের সমালোচনায় সরব তখন বাম শরিক দলের সাংসদের এই উপস্থিতি তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷


No comments:

Post a Comment