স্কুল-কলেজে অশান্তি নয়৷ শৃঙ্খলা বজায় রাখতে হবে৷ ছাত্রছাত্রীদের ধৈর্যশীল হতে হবে৷ সম্মান করতে হবে শিক্ষকদের৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডের সভা থেকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করেছেন, দু-আড়াই মাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন করা হবে৷
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হতে বলেন৷ ধৈর্য্যশীল ও মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দেন৷ ছাত্র সমাজের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, স্কুল কলেজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে কিন্তু গোলমাল করা যাবে না৷ তাঁর অভিযোগ, এসএফআই গোলমাল করে কলেজের পরিবেশ নষ্ট করতে চাইছে৷
এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, তাদের কারও আচরণে ভুল হলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই খারাপ হবে৷ শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন তিনি৷
দলের ছাত্র সংগঠনে তিনি যে নতুন স্রোত আনতে চান সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নলেজ ব্যাঙ্ক তৈরি হবে৷ সেখানে ছাত্রছাত্রীদের বায়োডাটা জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী৷ সেই নলেজ ব্যাঙ্ক দেখেই রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজে লাগানো হবে বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, দু-আড়াই মাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন করা হবে৷
এ দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, তাদের কারও আচরণে ভুল হলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই খারাপ হবে৷ শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন তিনি৷
দলের ছাত্র সংগঠনে তিনি যে নতুন স্রোত আনতে চান সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নলেজ ব্যাঙ্ক তৈরি হবে৷ সেখানে ছাত্রছাত্রীদের বায়োডাটা জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী৷ সেই নলেজ ব্যাঙ্ক দেখেই রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাজে লাগানো হবে বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, দু-আড়াই মাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন করা হবে৷
No comments:
Post a Comment