Total Pageviews

Wednesday, 22 August 2012

যাত্রী প্রত্যাখ্যানে ‘লাইসেন্স বাতিল’


ট্যাক্সি প্রত্যাখ্যানের অভিযোগ গুরুতর হলে বাতিল করা হতে পারে লাইসেন্স৷ ট্যাক্সি মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনার পর জানালেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র৷ সাধারণ অভিযোগ জানাতে চালু হচ্ছে হেল্পলাইনও৷

শহর ও শহরতলিতে ট্যক্সির দাদাগিরি, যাত্রী প্রত্যাখ্যানের মতো অভিযোগ নতুন নয়৷ মঙ্গলবার সকালে প্রত্যাখ্যানের প্রতিবাদ করে হাওড়ার নতুন রাস্তা এলাকায় প্রীতম চট্টোপাধ্যায় নামে এক অসুস্থ যুবক ও তাঁর মা ট্যাক্সিচালকদের হাতে প্রহৃত হন বলে অভিযোগ৷ ঘটনার পর বুধবার ট্যাক্সি মালিক সংগঠনগুলির সঙ্গে মহাকরণে বৈঠকে বসেন পরিবহণ মন্ত্রী৷ আলোচনার পর মদন মিত্র জানান, রোগী বা আহত ব্যক্তিদের প্রত্যাখ্যান করার মতো গুরুতর অভিযোগ উঠলে বাতিল করা হতে পারে ট্যাক্সির লাইসেন্স৷পাশাপাশি, মন্ত্রী জানান, অটোর মতো ট্যাক্সির ভিতরে ও বাইরে লেখা থাকবে হেল্পলাইন নম্বর ১০৭৩৷ সাধারণ প্রত্যাখ্যানের ক্ষেত্রে অভিযোগ জানানো যাবে ওই নম্বরে ফোন করে৷ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে৷অন্যদিকে, এদিন, মহাকরণে মদন মিত্র সঙ্গে দেখা করেন প্রীতম চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার হাওড়ায়  প্রীতম ও তাঁর মা প্রহৃত হন ট্যাক্সিচালকদের হাতে৷ সেই অভিযোগ নিয়ে এদিন তিনি কথা বলেন ট্যাক্সি মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে৷
মন্ত্রী জানিয়েছেন, ট্যাক্সি মালিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আর যেন এরকম ঘটনা না ঘটে৷ পাশাপাশি তিনি জানান,শহরে নতুন ৩০ টি ট্যাক্সি স্ট্যান্ড তৈরি হবে৷ 

No comments:

Post a Comment