Total Pageviews

Monday, 27 August 2012

অটোর দৌরাত্ম্য রুখতে কড়া হুঁশিয়াড়ি পরিবহন মন্ত্রীর


রাজ্যে অটো চালকদের দৌরাত্ম্য বন্ধ না হলে আরও কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার৷ প্রয়োজনে বাতিল করা হবে চালকদের পারমিট৷ রবিবার বারাসতে অটোর ধাক্কায় আহত শিশুটিকে দেখতে গিয়ে সোমবার এ কথা বলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র৷ মন্ত্রী জানান, শিশুটির চিকিত্সার দায়িত্ব নেবে রাজ্য সরকার৷

রবিবার বারাসত শেঠপুকুরে যশোর রোডের উপর বছর ৪-এর এক শিশুকে ধাক্কা মারে একটি অটো৷ গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বারাসত৷ এলাকায় সমস্ত অটো চলাচল বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা৷ 
সোমবার আহত শিশুটিকে দেখতে হাসপাতালে যান পরিবহণ মন্ত্রী৷ 
আহত শিশুটির চিকিত্সার জন্য তার হাতে ৫০ হাজার টাকাও  তুলে দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ একই সঙ্গে জানিয়েছেন, তার চিকিত্সার সমস্ত দায়িত্ব নেবে সরকার৷

No comments:

Post a Comment