বরানগরে বেপরোয়া গাড়ি ছোটানোয় ছোট্ট শিশু অদ্রিকা ঘোষালের মারাত্মক চোটের প্রেক্ষিতে কাল মঙ্গলবার সব অটোচালক ইউনিয়নের সঙ্গে বৈঠক ডাকলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ সোমবার আহত শিশুটির বাড়িতে গিয়ে ওই বৈঠকের কথা জানান পরিবহণমন্ত্রী। তিনি বলেন, এখনই তিনি পুলিশকে দায়ী করছেন না৷ ছবি না থাকায় চিহ্নিত করা যায়নি অটোচালককে৷
গত বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে অটোয় করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন বরানগরের বাসিন্দা শর্মিষ্ঠা ঘোষাল৷ মেয়েকে কোলে নিয়ে পিছনের সিটে বসেছিলেন তিনি৷ অভিযোগ, বেপরোয়া ভাবে চালানোর জন্য অটো থেকে পড়ে যায় অদ্রিকা৷ বারবার আবেদন জানানো সত্বেও অটো থামায়নি চালক৷ গুরুতর আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয় অদ্রিকাকে৷ তার দু-পা, মুখ ও দেহে চোট লেগেছে৷ পায়ে অস্ত্রোপচারও করা হয়েছে৷ এক পায়ে একাধিক ফ্র্যাকচার হয়েছে৷ মুখ ও সারা দেহেও রয়েছে গুরুতর চোট৷ ঘটনার তিনদিন পরেও আতঙ্ক কাটেনি শিশুটির৷ চোখের সামনে সন্তানের অবস্থা দেখে স্বাভাবিক হতে পারছেন না শিশুটির মা-ও৷
সোমবার সেই খবর নিয়ে তোলপাড় হওয়ার পর তড়িঘড়ি তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ৷ তার পরই চার বছরের অদ্রিকার বাড়িতে যান পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ মেডিক্যাল বোর্ড গড়ে শিশুটির চিকিত্সার আশ্বাসও দেন তিনি৷ ছোট্ট শিশুটিকে পরিবহণমন্ত্রী উপহার দেন চকোলেটও। বলেন, ফের আসবেন তাকে দেখতে৷
পরিবহণমন্ত্রী বলেছেন, সরকারে থেকে আমরা কোনও রং দেখি না। এক শ্রেণির অটোচালকের জন্য সব অটোচালকের বদনাম হচ্ছে৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
গত বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে অটোয় করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন বরানগরের বাসিন্দা শর্মিষ্ঠা ঘোষাল৷ মেয়েকে কোলে নিয়ে পিছনের সিটে বসেছিলেন তিনি৷ অভিযোগ, বেপরোয়া ভাবে চালানোর জন্য অটো থেকে পড়ে যায় অদ্রিকা৷ বারবার আবেদন জানানো সত্বেও অটো থামায়নি চালক৷ গুরুতর আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয় অদ্রিকাকে৷ তার দু-পা, মুখ ও দেহে চোট লেগেছে৷ পায়ে অস্ত্রোপচারও করা হয়েছে৷ এক পায়ে একাধিক ফ্র্যাকচার হয়েছে৷ মুখ ও সারা দেহেও রয়েছে গুরুতর চোট৷ ঘটনার তিনদিন পরেও আতঙ্ক কাটেনি শিশুটির৷ চোখের সামনে সন্তানের অবস্থা দেখে স্বাভাবিক হতে পারছেন না শিশুটির মা-ও৷
সোমবার সেই খবর নিয়ে তোলপাড় হওয়ার পর তড়িঘড়ি তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ৷ তার পরই চার বছরের অদ্রিকার বাড়িতে যান পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ মেডিক্যাল বোর্ড গড়ে শিশুটির চিকিত্সার আশ্বাসও দেন তিনি৷ ছোট্ট শিশুটিকে পরিবহণমন্ত্রী উপহার দেন চকোলেটও। বলেন, ফের আসবেন তাকে দেখতে৷
পরিবহণমন্ত্রী বলেছেন, সরকারে থেকে আমরা কোনও রং দেখি না। এক শ্রেণির অটোচালকের জন্য সব অটোচালকের বদনাম হচ্ছে৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷
No comments:
Post a Comment