Total Pageviews

Friday, 3 August 2012

মাওনেতা রঞ্জন মুণ্ডা গ্রেফতার

মাওনেতা রঞ্জন মুণ্ডা গ্রেফতার


পুলিশের জালে একদা ত্রাস আরও এক শীর্ষ মাওবাদী নেতা৷ নয়াগ্রামের চিলকাঠি গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশার জোনাল কমান্ডার রঞ্জন মুণ্ডাকে৷ গ্রেফতার মাও-নেতার আরও দুই সঙ্গী৷ শনিবার তোলা হবে ঝাড়গ্রাম আদালতে৷


শুক্রবার ভোরে ওড়িশা সীমান্ত সংলগ্ন নয়াগ্রামের চিলকাঠি গ্রামে অভিযান চালিয়ে মাও-নেতা রঞ্জন মুণ্ডাকে গ্রেফতার করে যৌথবাহিনী৷ গ্রেফতার করা হয়েছে তাঁর আরও দুই সঙ্গীকে৷ তবে এখনও অবশ্য তাঁদের পরিচয় জানানো হয়নি৷ 
২২ জুলাই মাও-নেত্রী আদুরি মুর্মুকে গ্রেফতার করে যৌথবাহিনী৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করেই রঞ্জন মুণ্ডার গতিবিধির বিষয়ে একাধিক সূত্র মেলে৷ সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার ভোরে চিলকাঠি গ্রামে অভিযান চালানো হয়৷ 
এদিন অভিযানে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷ অভিযানে অংশ নেন নয়াগ্রামের ডিএসপি, অপারেশন এবং সিআরপিএফের ১৬৭ নম্বর ব্যাটেলিয়ান৷ 
পুলিশ সূত্রে খবর, 
২০০৮ সালে মাওবাদী আন্দোলনেও রঞ্জন মুণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ সে সময়ও নয়াগ্রাম-ওড়িশা সীমান্ত এলাকায় ঘাঁটি গড়ে তোলেন এই মাও-নেতা৷ বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, তিন রাজ্যেই রঞ্জন মুণ্ডাকে ধরতে পারলে পুরস্কারও ঘোষণা করা হয়৷ 
শনিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে৷ বিভিন্ন মহলের মতে, কিষেণজি, শশধর মাহাতোর মতো নেতাদের মৃত্যু এবং সুচিত্রা মাহাতো, রাজারাম বাস্কে, জাগরী বাস্কের মতো মাও-নেতৃত্বের আত্মসমর্পণে মাওবাদীদের আন্দোলন যথেষ্ট ধাক্কা খেয়েছে৷ এবার রঞ্জন মুণ্ডার গ্রেফতারিও মাওবাদীদের কোণঠাসা করতে আরও এক ধাপ বলেই মনে করছে প্রশাসনের একাংশ৷ 
অন্যদিকে, পাহাড় থেকে ফিরে আগামী সপ্তাহেই জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ এদিন, রঞ্জন মুণ্ডার গ্রেফতারির খবর পেয়ে খুশি তিনি৷ 

2 comments:

  1. Undoubtedly, Didi is doing a splendid job. Yet, I want to draw her attention towards the fate of those honest and upright officers who had been victimized with malicious and false charges only because they refused to fall in line with corruption. This has happened in the Food department since 2005 or even before that. The notorious Ration distributors viz. Tapas Roy of Keshpur or Dilip Sahoo of Gopiballabhpur were protected at the level of Minister, when they were caught red-handed while pilfering PDS stocks. The officers who caught pilferage have been sacked. Didi must address this aspect of old rots in the food dept.

    ReplyDelete
  2. The continuous arrests of the Maoist leaders in the region shows the incapable governance of the earlier government of West Bengal. Under the leadership of Miss Mamata Banerjee, the Chief Minister, people are cooperating with wholeheartedness and I sincerely hope that this region will soon be transformed into a tourism spot. The industry will also be set in the region of barren land.

    ReplyDelete