Total Pageviews

Wednesday, 22 August 2012

অটো: প্রয়োজনে পারমিট বাতিল

অটো দৌরাত্ম্য রুখতে একগুচ্ছ নির্দেশ জারি করল রাজ্য সরকার৷ নির্দেশ না মেনে বেপরোয়া ভাবে গাড়ি চালালে প্রয়োজনে পারমিট বাতিল করা হবে৷ চালককে বসিয়ে দেওয়া হতে পারে ৬ মাস৷ মঙ্গলবার মহাকরণে অটো ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর এ কথা জানালেন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ 
সম্প্রতি বরাগনগরে অটোচালকের অমানবিক আচরণের জেরে গুরুতর জখম হয়েছে একটি চার বছরের শিশু৷ অটোচালকদের বিরুদ্ধে অভিযোগ অজস্র। এই পরিস্থিতিতেই একগুচ্ছ নির্দেশ দিল রাজ্য সরকার৷ মঙ্গলবার কলকাতা, হাওড়া, ব্যারাকপুরের পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে অটো ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী৷ বৈঠক শেষে তিনি জানান, একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে৷ ইউনিয়নগুলিকে বলা হয়েছে, অটো চালকরা যেন এই সব নির্দেশ মেনে চলেন৷ না হলে পারমিট বাতিল করে দেওয়া হবে। এমনকী অটোচালকে ৬ মাস বসিয়েও দেওয়া হতে পারে৷ 
পাশাপাশি, অটো ইউনিয়নগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এ বার থেকে অটো চালকদের নাম রুট, যোগাযোগ নম্বর-সহ বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জমা দিতে হবে৷ থানা থেকে অটো চালকদের পরিচয়পত্র দেওয়া হবে৷ ইউনিফর্ম পড়ে অটো চালাতে হবে৷ ইউনিফর্মে অটোচালকদের নাম ও লাইসেন্স নম্বর লিখে রাখতে হবে৷ অটো চালানোর সময় চালকরা মোবাইলে কথা বলতে পারবেন না৷ অটোতে গান চালানো যাবে না। ইয়ার ফোন লাগিয়েও গান শুনতে পারবেন না অটো চালকরা৷ অটোর মধ্যে এলইডি লাইট লাগানো যাবে না৷ অটোর সামনে ও পিছনে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে৷ অটোর ভিতরেও নম্বর লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ আটোয় বসে ধূমপান করা যাবে না চারজনের বেশি যাত্রী নেওয়া যাবে না। চালকের ডানদিকে যাত্রী বসানো যাবে না। রুট ভেঙে অটো চালালে কড়া শাস্তি হবে। অটোর মধ্যে পুলিশ কন্ট্রোল নম্বর ১০৭৩ লিখে রাখতে হবে। অটোর ইউনিয়নদের নেতাদেরও স্ট্যান্ডে থেকে নজরদারি চালাতে হবে 
পরিবহণমন্ত্রী এদিন বলেন, কোনও রকম সমস্যায় পড়লে যাত্রীরা যেন সরাসরি পরিবহণ দফতরে ফোন করেন৷ পরিবহণ দফতরের হেল্পলাইন নম্বর ৬৪৫১ ৬৭১৮। সরকারের নির্দেশ মেনে অটো চালকদের যাবতীয় তথ্য পুলিশের কাছে জমা দিলে বিভিন্ন রুটে যে সব বেআইনি অটো চলে বলে অভিযোগ, সেই সব অটো ফাঁদে পড়বে বলেই মনে করা হচ্ছে৷ 

No comments:

Post a Comment