Total Pageviews

Monday, 20 August 2012

দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷ ফেসবুকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ৷ পবিত্র রমজান মাসের শেষে উত্সবের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মালম্বী মানুষরা৷ দিল্লির জামা মসজিদ-সহ দেশের বিভিন্ন শহরের মসজিদগুলিতে চলছে প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়৷ কলকাতার রেড রোডে বিশেষ নমাজের আয়োজন করা হয়েছে৷ সেই নমাজে অংশ নিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী সুলতান আহমেদ, মেয়র শোভন চট্টোপাধ্যায়, দমকলমন্ত্রী জাভেদ খান প্রমুখ৷ রেড রোডের পাশপাশি, টিপু সুলতান মসজিদ, নাখোদা মসজিদ সহ শহরের বিভিন্ন মসজিদেও  বিশেষ প্রার্থনাসভা বলেছিল৷ ঈদ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে৷ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহ৷ 

খুশির ঈদে ফেসবুকে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফেসবুকে তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, 
  • পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উত্সবের আনন্দে মেতে ওঠার দিন৷ আসুন, শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে সকলে মিলে ঈদ-উল-ফিতর উত্সবে মেতে উঠি৷ উত্‍সবের প্রাক্কালে সবার জন্য রইল আমার শুভেচ্ছা৷


No comments:

Post a Comment