Total Pageviews

Wednesday, 1 August 2012

রাজ্যে আরও লগ্নির প্রস্তাব শাপুরজিদের


বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে করে রাজ্যে আরও লগ্নির প্রস্তাব দিলেন শাপুরজি পালনজির কর্ণধার শাপুর মিস্ত্রি। মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটাগোষ্ঠীর বৃহত্তম অংশীদার তথা দেশের বৃহত্তম নির্মাণ সংস্থার সিএমডি শাপুর মিস্ত্রির বৈঠকে রাজ্যে গভীর সমুদ্র বন্দর, জলবিদ্যুত প্রকল্প, তথ্যপ্রযুক্তি পার্ক সহ রাস্তাঘাট নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শাপুর জানান, রাজ্যে ইতিমধ্যেই আমরা ১০০০ কোটি টাকার বেশি লগ্নি করেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকে হয়েছে। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। এর মধ্যে রয়েছে গভীর সমুদ্র বন্দর, জলবিদ্যুত, তথ্যপ্রযুক্তি পার্ক এবং সড়ক নির্মাণ। 

1 comment: