শার্লট: ২০০৮-এ যে স্বপ্নের উড়ানে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা, বেকারত্ব আর অর্থনৈতিক অবক্ষয়ের রুক্ষ জমিতে মুখ থুবড়ে সেই স্বপ্নের ঘোর কেটে গিয়েছে অনেকটাই৷ তবু, মানুষের মন পেতে ঘুরে দাঁড়ানোর ডাক, নতুন স্বপ্নের প্রতিশ্রুতি ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার৷
দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট৷ বৃহস্পতিবারই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিল ক্লিন্টন৷ শুক্রবার ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনের শেষদিনে নিজের প্রার্থীপদ স্বীকার করলেন ওবামা৷ মধ্যবিত্তদের আয়করে ছাড় থেকে শুরু করে মার্কিন নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন৷ বরাবরের মত এবারও আউটসোর্সিং বিরোধিতায় সরব ওবামা৷
ইরাক যুদ্ধ শেষ হয়েছে৷ আল কায়েদা এখন ধ্বংসের পথে৷ মৃত্যু হয়েছে ওসামা বিন লাদেনের৷ সন্ত্রাসবাদ নির্মূল করে শান্তিপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা রেখেওছেন তিনি৷ এমনই দাবি ওবামার৷
আগামী ৬ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ দু’মাস আগেই তাই বেজে গিয়েছে প্রচারযুদ্ধের দামামা৷ বৃহস্পতিবারই ওবামার হয়ে জোরদার সওয়াল করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ পূর্বসূরীর পথেই অসামান্য বাগ্মীতায় প্রচার শুরু করলেন উত্তরসূরীও৷ তবে, রিপাবলিক প্রার্থী মিট রমনির বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা বিলক্ষণ জানেন বারাক হুসেন ওবামা৷
ইরাক যুদ্ধ শেষ হয়েছে৷ আল কায়েদা এখন ধ্বংসের পথে৷ মৃত্যু হয়েছে ওসামা বিন লাদেনের৷ সন্ত্রাসবাদ নির্মূল করে শান্তিপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা রেখেওছেন তিনি৷ এমনই দাবি ওবামার৷
আগামী ৬ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ দু’মাস আগেই তাই বেজে গিয়েছে প্রচারযুদ্ধের দামামা৷ বৃহস্পতিবারই ওবামার হয়ে জোরদার সওয়াল করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ পূর্বসূরীর পথেই অসামান্য বাগ্মীতায় প্রচার শুরু করলেন উত্তরসূরীও৷ তবে, রিপাবলিক প্রার্থী মিট রমনির বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না, তা বিলক্ষণ জানেন বারাক হুসেন ওবামা৷
No comments:
Post a Comment