Total Pageviews

Friday, 7 September 2012

কিশোরী খুনে উত্তাল বালুরঘাট


পুলিশ লাইনে এক কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগে আজও উত্তাল বালুরঘাট৷ তড়িঘড়ি ময়নাতদন্ত করে কিশোরীর দেহ পোড়ানো হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ৷ এরপরই বিক্ষোভ, পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্রের চেহারা নেয় বালুরঘাট৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতেই তড়িঘড়ি ময়নাতদন্ত করে কিশোরীর দেহ পোড়ানো হয়েছে৷ ঘটনার প্রতিবাদে এদিন বাসিন্দারা প্রথমে পুলিশ লাইনে চড়াও হন বলে অভিযোগ৷ অবস্থার সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ৷ প্রতিবাদে বাসিন্দারা রাস্তা অবরোধ করেন৷ যানজটে নাকাল হন সাধারণ মানুষ৷
বাসিন্দাদের অভিযোগ, আসল অপরাধীকে আড়াল করতে পুলিশ তড়িঘড়ি ময়না তদন্ত করেছে৷ লোকদেখানোর জন্যই সঞ্জয় পাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷
পুলিশ লাইনের মধ্যে ধর্ষণের পর খুনের অভিযোগ৷ গুরুতর এই অভিযোগের পরেও কেন পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়? কেন তড়িঘড়ি ময়নাতদন্ত? উঠছে প্রশ্ন৷ 


No comments:

Post a Comment