মুম্বই: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম এখনই বাড়ছে না, জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি৷তেল কোম্পানিগুলির তরফে চাপ থাকলেও দামবৃদ্ধির কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র, মন্তব্য করেছেন জয়পাল রেড্ডি৷তিনি আরও বলেন, তেলের দাম না বাড়ায় তেল কোম্পানিগুলির বছরে প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতি হচ্ছে৷ কোম্পানিগুলির তরফে দাম বাড়ানোর চাপ থাকলেও এ ব্যাপারে কেন্দ্র এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তিনি৷তবে ডিজেল,রান্নার গ্যাস ও কেরোসিনে ভর্তুকি আর দেওয়া হবে কিনা,সেই বিষয় সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভাই।
এর আগে শোনা গিয়েছিল,আজ সংসদের বাদল অভিবেশন শেষ হলেই বাড়তে চলেছে পেট্রোল, ডিজেল, কেরোসিন সহ রান্নার গ্যাসের দাম।শনিবার থেকে পেট্রোলের দাম পাঁচ টাকা বাড়ানোর কথা ছিল।এদিকে ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়ানোর কথা ছিল আগামি সপ্তাহে।তবে আপাতত মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বাড়ছে না পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম।
No comments:
Post a Comment