মুম্বই: মুম্বইয়ের একটি বাণিজ্যিক ভবনের বহুতলে আগুন লেগে যায় শুক্রবার সকালে।১৫ তলার বাণিজ্যিক ভবনটির ১৩ তলায় আগুন লেগে যায়।আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন।মুম্বইয়ের বান্দ্রা - কুর্লা এলাকায় রয়েছে এই বাণিজ্যিক ভবনটি ।দমকল বাহিনী লম্বা মইয়ের সাহায্যে ১৩ তলায় পৌঁছেছে।
দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ওই বহুতলের ভেতর অফিস থাকায়, প্রথমে বেশ কয়েকজন আটকে পড়েছিল।পরে দমকল বাহিনীর চেষ্টা বহুতলটির ভেতর থেকে প্রত্যেকেই বের করে আনা হয়েছে।বহুতলটির নাম ফোর্স ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টা
No comments:
Post a Comment