Total Pageviews

Friday, 7 September 2012

আর্থিক সংস্থায় দিনে দুপুরে ডাকাতি


বি টি রোডের ওপর বনহুগলীতে একটি বেসরকারি আর্থিক সংস্থায় দিনে দুপুরে ডাকাতি৷ লুঠ লক্ষাধিক টাকা, সোনার গয়না৷ ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থারই সিঁথির মোড় শাখায় ফের ডাকাতির চেষ্টা৷ এখনও অধরা অভিযুক্তরা৷ তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিরাপত্তা ব্যবস্থা৷

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিটি রোডের বনহুগলিতে একটি বেসরকারি আর্থিক সংস্থার অফিসে হানা দেয় সাত-আট জনের এক সশস্ত্র ডাকাত দল৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সংস্থার অফিসে ঢুকে প্রথমেই নিরাপত্তারক্ষীদের মারধর শুরু করে ডাকাতরা৷ এরপর বন্দুক দেখিয়ে কাউন্টার থেকে এক লক্ষ টাকা ও ১৪২ গ্রাম সোনা লুঠ করা হয় বলে অভিযোগ৷ এক গ্রাহকের কাছ থেকেও নগদ প্রায় ৪০ হাজার টাকা লুঠ করার অভিযোগ উঠেছে৷ তাঁকে মারধরও করে দুষ্কৃতীরা৷  এরপর অফিসে তাণ্ডব চালিয়ে সংস্থার সিসিটিভি ভেঙে চম্পট দেয় ডাকাতরা৷ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সঞ্জয় সিংহ৷ 
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সিঁথির মোড়ের ওই একই সংস্থার শাখায় ডাকাতির চেষ্টা চালানো হয় বলে অভিযোগ৷ যদিও, অ্যালার্ম বেজে ওঠায় ডাকাত দল চম্পট দেয়৷ বনহুগলির ডাকাত দলই সিঁথির মোড়ের অফিসে হামলা চালিয়ে থাকতে পারে অনুমান পুলিশের৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷ 


No comments:

Post a Comment