রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক নয়৷ তথ্য-পরিসংখ্যান দিয়ে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজ্যে তথা কলকাতায় ডেঙ্গির প্রাদুর্ভাব মোকাবিলায় সংবাদমাধ্যম ও চিকিত্সকদের একাংশের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আজ মহাকরণে বললেন, ডেঙ্গিতে এপর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৬৩৮৷ তিনি বলেন, বেসরকারি হাসপাতালের কোনও তথ্যই সরকারের কাছে নেই৷রাজ্যে ডেঙ্গু আক্রান্তদের সম্পর্কে এই তথ্য দিয়ে মমতা বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কোনও কোনও মহল। সংবাদমাধ্যমে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়িয়ে-চড়িয়ে দেখানো হচ্ছে বলেও মমতা অভিযোগ করেন। উল্লেখ্য, গতকালই মমতা বলেছিলেন, ডেঙ্গি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।রাজ্যে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৩। সমস্ত তথ্য নিয়ে মঙ্গলবার সবকিছু জানাবেনও বলেছিলেন। এই অবস্থায় পূর্ব ঘোষণা মতো আজ মহাকরণে সাংবাদিকদের তিনি বলেছেন, চিকিত্সকদের একাংশ কিছু না বুঝেই ডেঙ্গি বলে দিচ্ছেন। তাঁর দাবি, অনেক সময় নিশ্চিত না হয়েই চিকিত্সকরা রোগীকে ডেঙ্গি আক্রান্ত বলছেন৷ তবে, সব চিকিত্সকদের বিরুদ্ধে এই অভিযোগ নয় তাঁর৷ বেসরকারি হাসপাতালগুলিকেও আরও মানবিক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি৷ পয়সা নয়, মানুষের কথা ভেবে চিকিত্সা করার আহ্বান করেছেন তিনি৷
ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান দিতে গিয়ে বাম আমলের ২০০৫ সালের সঙ্গে এবছরের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী৷ তাঁব বক্তব্য, এবছর এখনও পর্যন্ত তিন জন মারা গিয়েছেন৷ আর ২০০৫ সালে মারা গিয়েছিলেন ৩৪ জন৷ আর ওই বছরে ৬২৭৩ জন আক্রান্ত হয়েছিলেন৷ এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৩৮৷ পাশাপাশি বিভিন্ন রাজ্যের ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী এরাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই কার্যত বোঝাতে চাইলেন বলে মনে করছে বিভিন্ন মহল৷
এরআগে, ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে এসএসকেএম হাসপাতালে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে মহাকরণে যাওয়ার পথে তিনি আচমকা হাসপাতালে ঢোকেন৷ যান এমার্জেন্সিতে৷ কথা বলেন কর্তব্যরত চিকিত্সকদের সঙ্গেও৷ খোঁজ নেন ডেঙ্গি পরিস্থিতি নিয়ে৷ ৷ ডেঙ্গি চাপান-উতোরের মধ্যেই আজ শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কলকাতা পুরসভা৷ গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ডেঙ্গি নিয়ে মঙ্গলবার বিবৃতি দেবেন ৷ এজন্যই তিনি হাসপাতালে নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসেন বলে মনে করছে বিভিন্ন মহল৷
No comments:
Post a Comment