Total Pageviews

Wednesday, 5 September 2012

পদোন্নতিতে সংরক্ষণ বিল ঘিরে উত্তপ্ত রাজ্যসভা


নয়াদিল্লি:সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ  বিল পেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা৷ অধিবেশনের মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন  সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সাংসদদরা৷ সমাজবাদী পার্টির সাংসদ নরেশ অগ্রবাল এবং বসপা সাংসদ অবতার সিংহের মধ্যে এদিন রাজ্যসভার মধ্যেই প্রবল হাতাহাতি শুরু হয়৷ ঘটনার জেরে রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত স্থগিত হয়ে যায়৷ তবে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ অভিযোগ করেন, সরকার এবিষয়ে তাঁদের সঙ্গে কোনও কথাই বলেনি৷ বসপা প্রধান মায়াবতীর অভিযোগ, কংগ্রেস ও বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য এই বিল পেশে দেরি করেছে৷
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে একটি সংবিধান সংশোধনী বিলে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিলটি রাজ্যসভায় পেশ করাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন উত্তরপ্রদেশের দুই প্রধান দল বিএসপি ও এসপি-র সাংসদরা। এই বিল পেশের ব্যাপারে স্বভাবতই সবচেয়ে খুশি মায়াবতী। উত্তরপ্রদেশে তাঁর মুখ্যমন্ত্রিত্বে তিনি সরকারি চাকরির পদোন্নতিতে সংরক্ষণ কোটা চালু করেছিলেন। রাজস্থানেও অনুরূপ পদক্ষেপ ঘোষিত হয়েছিল। এ বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ওই দুই রাজ্যের সংরক্ষণকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। তার পরই সংসদের বাদল অধিবেশন শুরু হওয়া মাত্র বিভিন্ন দল সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করে। সংবিধান সংশোধনী বিলের দাবি জোরদার হয়ে ওঠে। এ নিয়ে একটি সর্বদল বৈঠক আগেই করেছিল সরকার। মন্ত্রিসভার ছাড়পত্র পেয়ে কেন্দ্র এ বার সংসদে বিল পাশ করানোর জন্য পেশ করেছে। সমাজবাদী পার্টি বিলটির বিরোধিতা করেছে ঠিকই। কিন্তু তাদের আপত্তি সংরক্ষণের বিরুদ্ধে নয়। মুলায়মের দলের বরং বক্তব্য, পদোন্নতিতে সংরক্ষণের সুযোগ অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্যও থাকা উচিত। নইলে তা সংবিধানের পরিপন্থী হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ সপাকে আশ্বাস দিয়ে বলেছেন, অদূর ভবিষ্যতে ওবিসিদের জন্যও সংরক্ষণ চালু করা হবে। তাঁর দাবি, “এটা রাজনৈতিক গুগলি নয়, সত্যিকার সৎ প্রয়াস।” মায়াবতীর বক্তব্য, ওবিসি এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্যও যদি সংরক্ষণ থাকে, তাকে সর্বাগ্রে স্বাগত জানাবে বিএসপি। বিলটি পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। 
সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব বলেছেন, কাউকে না জানিয়েই সরকার যেভাবে বিল পেশ করেছে তা অগনতান্ত্রিকা। অন্যদিকে, বিল পাশ করানোর ব্যাপারে সব দলকে সমর্থন দেওয়ার আর্জি জানিয়েছেন মায়াবতী। এই বিল পাশে দেরি হওয়ার জন্য তিনি ইউপিএ এবং এনডিএ- উভয় জোটকেই দায়ী করেছেন।


No comments:

Post a Comment