Total Pageviews

Tuesday, 4 September 2012

কয়লাকাণ্ডে তল্লাশি সিবিআইয়ের


নয়াদিল্লিঃ কয়লার ব্লক বরাদ্দে অনিয়মের অভিযোগের ঘটনায় নয়া মোড়৷ কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে কলকাতা-সহ দেশের ১০টি শহরের ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল সিবিআই৷ সিবিআই সূত্রে জানা গেছে, প্রতারণার অভিযোগে মোট ৫ টি সংস্থার নামে এফআইআর দায়ের করা হয়েছে৷ এই সংস্থাগুলি হল ভিম্মি আয়রন অ্যান্ড স্টিল, নবভারত পাওয়ার, জেএলডি ইয়াভাটমল এনার্জি, জশ ইনফ্রা ক্যাপিটাল, অমর আয়রন অ্যান্ড স্টিল৷ প্রতারণার অভিযোগ আনা হয়েছে বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নামেও৷ কলকাতা, পটনা, হায়দরাবাদ, ধানবাদ, নাগপুর, মুম্বই, দিল্লি-সহ মোট ১০ টি শহরে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই৷

আজ বিকেল পর্যন্ত এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে৷ তিনমাস আগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নির্দেশে কয়লাকাণ্ডের তদন্তভার হাতে তুলে নেয় সিবিআই৷ তারপর আজ এই ঘটনায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এফআইআর দায়ের করা হল৷


No comments:

Post a Comment