Total Pageviews

Monday, 17 September 2012

সরকারের কড়া বার্তা বাস মালিকদের

বাস মালিকদের প্রতি কড়া বার্তা দিলেন রাজ্য সরকার৷ মর্জিমাফিক ধর্মঘট করলে, ভবিষ্যতে বাসের পারমিট পর্যন্ত বাতিল করতে পারে সরকার৷ হুঁশিয়ারি দিয়েছেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু৷মালিকদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, পরিবহণ-শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন পূর্ণেন্দু বসু-মদন মিত্ররা৷ 

বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের ডাকে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হচ্ছে রাজ্য জুড়ে৷  চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা৷ পরিস্থিতি মোকাবিলায় বাস মালিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার৷ বুঝিয়ে দেওয়া হয়েছে, ধর্মঘটের মাধ্যমে চাপ তৈরি করে বাসভাড়া বাড়ানো যাবে না৷ 

বাসভাড়া না বাড়ালে যাঁরা রাস্তায় বাস নামাতে পারছেন না, তাঁরা পারমিট জমা দিয়ে দিন৷ সোমবার সকালে এই হুঁশিয়ারি দেন পরিবহণ মন্ত্রী মদল মিত্র৷ তার থেকে এক কদম এগিয়ে বেলায় শ্রমমন্ত্রীর হুমকি, ভবিষ্যতে বাস মালিকরা এভাবে মর্জিমাফিক ধর্মঘট করলে পারমিট বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না সরকার৷ 
বাস ধর্মঘটের মোকাবিলায় চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রীও৷
বাস মালিকদের প্রতি কড়া মনোভাব দেখানোর পাশাপাশি শ্রমিকদের কাছে টানার চেষ্টা করেছে রাজ্য সরকার৷ ধর্মঘটে ডেকে শ্রমিকদের বেতন না দিলে, বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার৷ 
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাস মালিকদের চরম হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকার যেমন কড়া মনোভাব দেখিয়েছে, ঠিক তেমনই, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মন পেতে শ্রমিকদের কাছে টানার চেষ্টা চালিয়েছেন মন্ত্রীরা৷ 

No comments:

Post a Comment