Total Pageviews

Thursday, 16 August 2012

মমতার বিচারবিভাগ মন্তব্যে মামলা করলেন কমঃ বিকারঞ্জন ভট্টাচার্য

বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রক্ষিতে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননা মামলার আবেদন করা হল৷ আজ বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ও বিচারপতি অসীমকুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চে এই আবেদন জানান আইনজীবী কমরেড  বিকারঞ্জন ভট্টাচার্য৷ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করুক বলে আবেদন জানিয়েছেন তিনি৷ বিচারপতিদের কাছে দুই ইংরেজি দৈনিকের কপি ও একটি ভিডিও ফুটেজ জমা দিয়েছেন তিনি৷

উল্লেখ্য, বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে দুর্নীতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবে বিধানসভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, “বিচার ব্যবস্থা থেকে গণতন্ত্র সর্বত্রই দুর্নীতি আজ মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। কেন? এটা আমাদের দুর্ভাগ্য।” তাঁর বক্তৃতায় বিচার ব্যবস্থা, বিভিন্ন কমিশনের কর্মধারা, ‘মূল্যবোধের’ রাজনীতি ইত্যাদি বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর মতামত জানান। মমতা বলেন, “বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে বিচার হবে? বলতে খারাপ লাগছে। বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলছি। আমাকে কেউ দোষারোপ করতে পারেন। আমি খুব খুশি হব, যদি পুলিশ আমায় ধরে নিয়ে যায়, জেলে ভরে দেয়, মানহানির অভিযোগ করে, আমি পরোয়া করি না। আমার কথা তো আমাকে কোথাও একটা বলতে হবে। আমি যা দেখছি।” মুখ্যমন্ত্রী বলেন, “কেন অনেক বিচারের রায় আজকে টাকার বিনিময়ে হচ্ছে? কেন? বিচার বিভাগ তো বিচার করবে।

No comments:

Post a Comment