ইসলামাবাদঃ ফের পাকিস্তানে জঙ্গি হামলা৷ পঞ্জাব প্রদেশের কামরা বিমানঘাঁটিতে গতকাল রাত দুটো নাগাদ হামলা চালায় ১০ জন জঙ্গি৷ প্রায় ৩ ঘণ্টা ধরে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে৷ জঙ্গিদের অনেকেই সেনার পোশাকে হামলা চালায় বলে খবর৷ কামরা বিমানঘাঁটিতে পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে বলে মনে করা হয়৷ সেই কারণেই বিমানঘাঁটিতে জঙ্গি হামলা চালানো হয় বলে অনুমান৷

সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত ৮ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ এক জঙ্গির দেহ পাওয়া গিয়েছে বলেও খবর৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, লড়াইয়ে পাক বায়ুসেনার দুই উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড এবং আত্মঘাতী জ্যাকেট৷ জঙ্গিরা কেউ-ই পাকিস্তানের বাসিন্দা নয় বলে পাক সংবাদ মাধ্যম সূত্রে দাবি৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি৷
No comments:
Post a Comment