লন্ডন: দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে অলিম্পিক্স ফুটবলের ফাইনালে ব্রাজিল৷ সামনে এবার মেক্সিকো৷ ফাইনালে যে-ই জিতুক, অলিম্পিক্স ফুটবলে প্রথমবার সোনাজয়ের ইতিহাস গড়বে তারাই৷
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন! অথচ, অলিম্পিক্সে স্বর্ণপদক অধরা৷
লন্ডনে কি আরও একটা রূপকথার জন্ম দেবে পেলে, রোনাল্ডোদের দেশ?
দক্ষিণ কোরিয়াকে ৩ - ০ গোলে দুরমুশ করে অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পৌঁছেছে ব্রাজিল৷ লিয়ান্দ্রো-রোমুলো যুগলবন্দিতে চুরমার কোরিয়দের লন্ডনজয়ের স্বপ্ন৷ ওল্ড ট্র্যাফোর্ডের সেমিফাইনালে ফুটবল-শিল্পের ঐতিহ্যের কাছে অসহায় আত্মসমর্পণ দক্ষিণ কোরিয়ার৷ প্রথম গোল এল ৩৮-তম মিনিটে, ভাস্কো দ্য গামার ডিফেন্ডার রোমুলোর পা থেকে৷ দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দ্বাদশতম মিনিটেই দ্বিতীয় গোলটি আসে লিয়ান্দ্রোর পা থেকে৷ কোরিয় বক্সে মার্সেলো আর নেইমারের চমত্কার বোঝাপড়ার আর বুদ্ধিদীপ্ত পাস থেকে স্কোর করে যান লিয়ান্দ্রো৷ ম্যাচের তৃতীয় গোলটিও তাঁর৷
অন্যদিকে, জাপানকে ৩ - ১ গোলে হারিয়ে এই প্রথমবার অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পা রাখল মেক্সিকো৷ বিশ্বসেরা স্পেনকে প্রথম রাউন্ডেই ছিটকে দেওয়ার পর জাপানকে নিয়ে প্রত্যাশার পারদ চড়েছিল অনেকটাই৷ যদিও সেই আশায় ঘি ঢাললেন পেরালতা, জেভিয়ার কোর্টেসরা৷ খেলার শুরুতে ১ গোলে এগিয়ে গিয়েও হার মানতে হল জাপানিদের৷
বেজিংয়ের ব্রোঞ্জজয়ী ব্রাজিল? না কি প্রথমবার ফাইনালে ওঠা মেক্সিকো? লন্ডন অলিম্পিক্সের সোনা কার? পাল্লাটা ভারী ফুটবলশিল্পীদের দেশেরই৷ তবে, লন্ডনের মেগা-ফাইনালে বাজিমাত যারাই করুক, নতুন ইতিহাস গড়বে তারা৷ অলিম্পিক্স ফুটবলে প্রথমবার সোনাজয়ের ইতিহাস৷
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন! অথচ, অলিম্পিক্সে স্বর্ণপদক অধরা৷
লন্ডনে কি আরও একটা রূপকথার জন্ম দেবে পেলে, রোনাল্ডোদের দেশ?
দক্ষিণ কোরিয়াকে ৩ - ০ গোলে দুরমুশ করে অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পৌঁছেছে ব্রাজিল৷ লিয়ান্দ্রো-রোমুলো যুগলবন্দিতে চুরমার কোরিয়দের লন্ডনজয়ের স্বপ্ন৷ ওল্ড ট্র্যাফোর্ডের সেমিফাইনালে ফুটবল-শিল্পের ঐতিহ্যের কাছে অসহায় আত্মসমর্পণ দক্ষিণ কোরিয়ার৷ প্রথম গোল এল ৩৮-তম মিনিটে, ভাস্কো দ্য গামার ডিফেন্ডার রোমুলোর পা থেকে৷ দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার দ্বাদশতম মিনিটেই দ্বিতীয় গোলটি আসে লিয়ান্দ্রোর পা থেকে৷ কোরিয় বক্সে মার্সেলো আর নেইমারের চমত্কার বোঝাপড়ার আর বুদ্ধিদীপ্ত পাস থেকে স্কোর করে যান লিয়ান্দ্রো৷ ম্যাচের তৃতীয় গোলটিও তাঁর৷
অন্যদিকে, জাপানকে ৩ - ১ গোলে হারিয়ে এই প্রথমবার অলিম্পিক্স ফুটবলের ফাইনালে পা রাখল মেক্সিকো৷ বিশ্বসেরা স্পেনকে প্রথম রাউন্ডেই ছিটকে দেওয়ার পর জাপানকে নিয়ে প্রত্যাশার পারদ চড়েছিল অনেকটাই৷ যদিও সেই আশায় ঘি ঢাললেন পেরালতা, জেভিয়ার কোর্টেসরা৷ খেলার শুরুতে ১ গোলে এগিয়ে গিয়েও হার মানতে হল জাপানিদের৷
বেজিংয়ের ব্রোঞ্জজয়ী ব্রাজিল? না কি প্রথমবার ফাইনালে ওঠা মেক্সিকো? লন্ডন অলিম্পিক্সের সোনা কার? পাল্লাটা ভারী ফুটবলশিল্পীদের দেশেরই৷ তবে, লন্ডনের মেগা-ফাইনালে বাজিমাত যারাই করুক, নতুন ইতিহাস গড়বে তারা৷ অলিম্পিক্স ফুটবলে প্রথমবার সোনাজয়ের ইতিহাস৷
No comments:
Post a Comment