Monday, 6 August 2012

বার বার বন্দুকবাজ হানা আমেরিকায়


উইসকনসিন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়৷ বার বার বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়িয়েছে আমেরিকার বিভিন্ন এলাকায়৷ প্রাণ গিয়েছে নিরীহ মানুষের৷ একনজরে দেখে নেওয়া যাক আমেরিকায় বিভিন্ন সময়ে বন্দুকবাজের তাণ্ডবের ইতিহাস৷
এর আগেও আমেরিকায় এভাবে বহুবার বন্দুকবাজদের গুলির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে৷
  • ১৬ এপ্রিল, ২০০৭
ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বন্দুকবাজের হামলা৷ প্রাণ হারান ৩৩ জন৷ আহত হন ১৫ জন৷ মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন ছাত্র-ছাত্রী৷ মৃতদের মধ্যে ছিলেন ভারতীয় ১ অধ্যাপক ও ১ পড়ুয়া৷ 
  • ১২ নভেম্বর, ২০১১
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে গুলি চালায় অজানা বন্দুকবাজের দল৷ ঘটনার সময় অবশ্য হোয়াইট হাউসে ছিলেন না প্রেসিডেন্ট ওবামা৷
  • ৩ জানুয়ারি, ২০১২
অ্যারিজোনা হাইস্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালায় বছর ৪০-এর আর্থার টিনিও নামে এক ব্যক্তি৷ ঘটনায় আহত হয় ১৭ বছরের এক যুবক৷
  • ২ এপ্রিল, ২০১২
ক্যালিফোর্নিয়ার ওইকোস বিশ্ববিদ্যালয়ে আচমকাই ঢুকে পড়ে এলোপাথারি গুলি চালায় এক বন্দুকবাজ৷ আততায়ীর গুলিতে নিহত হয় ৭ পড়ুয়া৷ গুলিবিদ্ধ হয় এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী-সহ আরও ৩৷
  • ২০ জুলাই, ২০১২
আমেরিকার কোলোরাডোয় প্রেক্ষাগৃহে ব্যাটম্যানের নতুন ছবির প্রিমিয়ার শো চলাকালীন মুখোশধারী বন্দুকবাজের হামলা৷ এলোপাথাড়ি গুলিতে মৃত্যু এক শিশু-সহ ১৪ জনের৷ গুলিবিদ্ধ আরও ৫০ জন৷
  • ৫ অগাষ্ট, ২০১২
আমেরিকার আমেরিকার উইসকনসিনে ওক ক্রিকে ধর্মীয় স্থলে বন্দুকবাজদের তাণ্ডব৷ আততায়ীদের এলোপাথারি গুলিতে কয়েকজনের মৃত্যু৷ আহত শিশু-সহ অনেকে৷ পণবন্দি শতাধিক মানুষ৷

No comments:

Post a Comment