উইসকনসিন: ফের গুলিচালনা আমেরিকায়৷ কোলোরাডোয় প্রেক্ষাগৃহে গুলিচালনার স্মৃতি উসকে দিয়ে ফের একই ধাঁচে বন্দুকবাজের হামলা আমেরিকার উইসকনসিনে ওক ক্রিকে ধর্মীয় স্থলে৷দুষ্কৃতীদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে৷ আহত অন্তত ৩০ জন৷ পণবন্দি প্রায় ১৫০ জন৷ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ১ দুষ্কৃতীরও৷ আমেরিকার সমস্ত ধর্মীয় স্থানে সতর্কতা জারি করা হয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
গত ২০ জুলাই ব্যাটম্যান সিরিজের ছবি ‘দ্য ডার্ক নাইট রাইসেস’-এর প্রিমিয়ার শো চলাকালীন প্রেক্ষাগৃহে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় মুখোশধারী এক বন্দুকবাজ৷ ঘটনায় এক শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়৷ গুলিবিদ্ধ হন আরও ৫০ জন৷ ২০ জুলাইয়ের এই ঘটনা ঘটার ১৫ দিনের মাথাতেই প্রায় একইরকমভাবে বন্দুকবাজের হানা উইসকনসিনে ওক ক্রিকে ধর্মীয় স্থলে৷ আততায়ীর সংখ্যা এখানে ছিল একের বেশি৷
রবিবার সকালে ওক ক্রিকের ধর্মীয় স্থলে প্রায় ৩০০-৪০০ মানুষের ভিড় ছিল৷ স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ
হঠাত্ই ধর্মীয় স্থলে হানা দেয় বন্দুকধারী দুষ্কৃতীরা৷ চলতে থাকে এলোপাথাড়ি গুলি৷ আততায়ীদের গুলিতে মৃত্যু হয় কয়েকজনের৷ আহত হন বেশ কয়েকজন৷ আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ধর্মীয় স্থলটির বেসমেন্টে কমপক্ষে ১৫০ মানুষকে পণবন্দি করে রাখে দুই বন্দুকবাজ৷
আততায়ীর এলোপাথাড়ি গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ ঘটনাস্থলে যায় এফবিআই, সোয়াট৷ খালি করে দেওয়া হয় আশপাশের এলাকা৷
ঘটনায় উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ফোন করেন আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে৷ নিরূপমা রাও হোয়াইট হাউসে এনএসির সঙ্গে যোগাযোগ করেছেন৷হামলার ঘটনায় গুরুদ্বার কমিটির প্রধান দুঃখ প্রকাশ করেছেন৷
ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেতা অমিতাভ বচ্চনও৷তিনি লিখেছেন,
‘ভয়ানক ঘটনা! ধর্মীয় স্থলে এধরনের ঘটনা! ভাবা যায় না!’
ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন ধর্মস্থানের অধ্যক্ষও৷ একজন শিখ ধর্মগুরু ভারত থেকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলেও খবর রয়েছে৷
পুলিশ ধর্মীয় স্থানের ভিতর থেকে অনেককে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছে৷ হামলার পর আমেরিকায় ভারতের সমস্ত ধর্মীয়স্থানে জারি করা হয়েছে সতর্কতা৷
গত ২০ জুলাই ব্যাটম্যান সিরিজের ছবি ‘দ্য ডার্ক নাইট রাইসেস’-এর প্রিমিয়ার শো চলাকালীন প্রেক্ষাগৃহে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় মুখোশধারী এক বন্দুকবাজ৷ ঘটনায় এক শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়৷ গুলিবিদ্ধ হন আরও ৫০ জন৷ ২০ জুলাইয়ের এই ঘটনা ঘটার ১৫ দিনের মাথাতেই প্রায় একইরকমভাবে বন্দুকবাজের হানা উইসকনসিনে ওক ক্রিকে ধর্মীয় স্থলে৷ আততায়ীর সংখ্যা এখানে ছিল একের বেশি৷
রবিবার সকালে ওক ক্রিকের ধর্মীয় স্থলে প্রায় ৩০০-৪০০ মানুষের ভিড় ছিল৷ স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ
আততায়ীর এলোপাথাড়ি গুলির শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ গোটা এলাকা ঘিরে ফেলা হয়৷ ঘটনাস্থলে যায় এফবিআই, সোয়াট৷ খালি করে দেওয়া হয় আশপাশের এলাকা৷
ঘটনায় উদ্বিগ্ন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ফোন করেন আমেরিকায় ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে৷ নিরূপমা রাও হোয়াইট হাউসে এনএসির সঙ্গে যোগাযোগ করেছেন৷হামলার ঘটনায় গুরুদ্বার কমিটির প্রধান দুঃখ প্রকাশ করেছেন৷
ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেতা অমিতাভ বচ্চনও৷তিনি লিখেছেন,
‘ভয়ানক ঘটনা! ধর্মীয় স্থলে এধরনের ঘটনা! ভাবা যায় না!’
ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন ধর্মস্থানের অধ্যক্ষও৷ একজন শিখ ধর্মগুরু ভারত থেকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলেও খবর রয়েছে৷
পুলিশ ধর্মীয় স্থানের ভিতর থেকে অনেককে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছে৷ হামলার পর আমেরিকায় ভারতের সমস্ত ধর্মীয়স্থানে জারি করা হয়েছে সতর্কতা৷
No comments:
Post a Comment