Monday, 6 August 2012

অনাদায়ী ঋণ আদায়ের উদ্যোগ


অনাদায়ী ঋণ আদায়ে উদ্যোগী রাজ্য সরকার৷ সোমবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঋণ গ্রহীতাদের কাছে প্রথমে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে, কবে তাঁরা ঋণের টাকা ফেরত দিচ্ছেন৷ উত্তর না দিলে তাঁদের নাম প্রকাশ্যে আনা হবে৷ তাতেও কাজ না হলে আইনি পদক্ষেপ করবে সরকার৷
এদিন শিল্পমন্ত্রী সাফ জানিয়ে দেন, যাঁরা ঋণ ফেরত দিচ্ছেন না, প্রয়োজনে তাঁদের তালিকা বের করবে সরকার৷ শিল্পমন্ত্রীর দাবি, বাম আমলে, বিভিন্ন ছোট-বড় শিল্প সংস্থা রাজ্য শিল্পোন্নয়ন নিগমের থেকে প্রায় পাঁচশো কোটি টাকা ঋণ নেয়৷ কিন্তু সেই ঋণ কেউই শোধ করেনি৷ 
শিল্পমন্ত্রী বলেন, অনাদায়ী ঋণ আদায়ে দিন দু’য়েকের মধ্যে শিল্পোন্নয়ন নিগম সংশ্লিষ্ট সংস্থা চিঠি দেবে৷ জানাতে চাওয়া হবে, কেন তাঁরা ঋণ শোধ করেনি৷ কবে করবে৷ সাত দিনের মধ্যে জবাব না দিলে, নিগমের ওয়েবসাইট ও সংবাদপত্রে ওই সকল ঋণ গ্রহীতাদের নামের তালিকা প্রকাশ করা হবে৷ এতেও কাজ না হলে, আইন ব্যবস্থা নেবে সরকার৷ এদিন ফের শিল্পমন্ত্রী রাজ্যে বিনিয়োগের বার্তা দেন৷ তাঁর দাবি, রাজ্যে শিল্প করতে জমি কোনও সমস্যা হবে না৷ রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অফিসে এদিন শিল্প ও বাণিজ্য দফতরের ওয়েবসাইটের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী৷ 

No comments:

Post a Comment