Monday, 6 August 2012

মঙ্গল-পথে পাড়ি দিচ্ছে ভারতীয় যানও


নয়াদিল্লি: নাসার পর মঙ্গল অভিযানে নামছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-ও৷ গত শুক্রবারই দেশীয় প্রযুক্তিতে তৈরি যন্ত্রচালিত মঙ্গল অভিযানে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের নভেম্বরে লালগ্রহের উদ্দেশে পাড়ি দিতে চলেছে ভারতীয় মহাকাশযান৷ 
নাসার পথে এবার ইসরোও৷ জেট প্রোপালশন ল্যাবরেটরির বাঙালি বিজ্ঞানী অনিতা সেনগুপ্তের সঙ্গে একই সারিতে দাঁড়ানোর অপেক্ষায় শ্রীহরিকোটার গবেষকেরাও৷ কয়েকদিন আগেই ভারতের মঙ্গল অভিযানে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷  ভারতের অন্তরীক্ষ অভিযানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷  
আগামী বছরের নভেম্বরেই মঙ্গলের দিকে রওনা দিতে পারে ইসরোর ‘মার্স অরবিটার’৷ রকেট লঞ্চারের মাধ্যমে উতক্ষেপন হবে তার৷ মঙ্গলের কক্ষপথে স্থাপন করা হবে সেটিকে৷ লালগ্রহের আবহাওয়াকে ভালভাবে পরখ করে দেখবে ওই মহাকাশযান৷ ইসরোর গবেষণাগারে পাঠাবে লালগ্রহ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি৷ দেবে তার আবহমণ্ডল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য৷   
মার্স অরবিটারের এই যন্ত্রচালিত মঙ্গল-অভিযানের পিছনে ভারতীয় মুদ্রায় খরচ পড়বে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা৷ অর্থাত প্রায় ৭ থেকে ৯ কোটি মার্কিন ডলার৷ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই অর্থ মঞ্জুর করেছে বলে ইসরো সূত্রে জানানো হয়েছে৷ মার্স অরবিটার তার লক্ষ্যে সফল হলে আমেরিকা, রাশিয়া, জাপান ও চিনের সঙ্গে একই সারিতে চলে আসবে ভারত৷ অভিযানে চাঁদের বুকে জলের খোঁজ মিলেছিল ২০০৯-এর চন্দ্রযান-১ অভিযানে৷ ২০১৩-তে কি মঙ্গলের বুকে প্রাণের অস্তিত্বের খোঁজ পাবে মার্স অরবিটার? সেই আশাতেই বুক বাঁধছেন ইসরোর বিজ্ঞানীরা৷ 

No comments:

Post a Comment