Wednesday, 8 August 2012

ফিরলেন ব্রোঞ্জজয়ী গগন

লন্ডন: লন্ডনের আকাশ ছোঁওয়ার পর ঘরে ফিরলেন গগন নারাং৷ উচ্ছ্বাসের সুনামির মধ্যেই দেশের মাটিতে পা রাখলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী গগন নারাং৷ পুণেতে এসে পৌঁছোনর পরই ফুলের তোড়ায় আর অভিনন্দনে ভেসে যান গগন৷ ৫০ মিটার এয়ার রাইফেলসে ব্রোঞ্জ জেতেন গগন নারাং৷ এদিনই রুপোজয়ী বিজয় কুমারকে ২০ লক্ষ টাকা ও ব্রোঞ্জজয়ী গগন নারাংকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে ন্যাশনাল রাইফেলস্ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া৷

No comments:

Post a Comment