পুণে: পুণে বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়৷ বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে চিহ্নিত করতে সফল হয়েছে পুলিশ৷ ওই দু জন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য বলে গোয়েন্দাসূত্রে খবর রয়েছে৷ ২০০৮ থেকেই তারা ফেরার৷ ২০০৮-এ দিল্লি বিস্ফোরণের ঘটনায় ওই দুই মুজাহিদিন জঙ্গির হাত ছিল বলে জানা গিয়েছে৷ ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছিল ওই দু’জন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেল কিনেছিল তাঁরাই৷ এমনকী, দিল্লি বিস্ফোরণকাণ্ডের সঙ্গে পুণেতে বিস্ফোরণের ঘটনায়ও বিস্তর মিল খুঁজে পেয়েছেন গোয়েন্দারা৷ দুই বিস্ফোরণকাণ্ডেই নৌকা আকৃতির বোমা ব্যবহৃত হয়েছে৷ তবে, দুটি ক্ষেত্রে আলাদা আলাদা টাইমার ব্যবহার করা হয়েছে৷
No comments:
Post a Comment