Monday, 6 August 2012

এ বার জিতলেই পদক মেরি কমের

লন্ডন: সোমবার ফের রিংয়ে নামছেন বক্সিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন 'ম্যাগনিফিসেন্ট' মেরি কম৷ আজকের ম্যাচ জিততে পারলেই একটা মেডেল নিশ্চিত তাঁর৷ অনেক আশা নিয়ে যাঁর দিকে তাকিয়ে আছে ভারত৷ গতকাল অলিম্পিকে জয় দিয়েই যাত্রা শুরু করেল মেরি৷ পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পৌঁছে যান মেয়েদের বক্সিংয়ে ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে৷ শেষ আটে ভারতীয় মেয়ের লড়াই তিউনিশিয়ার মারৌয়া রাহালির বিরুদ্ধে জিতলেই নিশ্চিত আরেকটি পদক৷
রবিবার লন্ডনের এক্সেল এরিনা নতুন ইতিহাসের সাক্ষী ছিল। অলিম্পিকে ঢুকে পড়ে মেয়েদের বক্সিং৷ ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে জয় দিয়েই যাত্রা শুরু হয় ভারতের মেরি কমের৷ পাঁচবারের বিশ্বসেরা ভারতীয় মেয়ে হারালেন পোল্যান্ডের ক্যারোলিনা মিশেলচুককে৷ প্রথম ও চতুর্থ রাউন্ডে তুল্যমূল্য লড়াই হয়৷ দ্বিতীয় রাউন্ডে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন মেরি৷ তৃতীয় রাউন্ডে ৭-৩ পয়েন্টের লিড নেন৷ ৪ রাউন্ডের লড়াই শেষে ১৯-১৪ পয়েন্টে বাউট জেতেন মণিপুরি মেয়ে৷ শেষ আটে মেরির প্রতিদ্বন্দ্বী টিউনিশিয়ার মারুয়া রাহালি৷ আরেকটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত৷
পুরো নাম চাংনিজাঙ্গ মেরি কম মাঙ্গতে৷ মণিপুরের চুরাচাঁদপুরের মেয়ে একসময় কাঠ কেটে সংসার চালাতেন৷ সেখান থেকে পুলিশে চাকরি৷ পদোন্নতি হয়ে এখন অফিসার৷ যমজ সন্তানের মা মেরি ৪৭ কেজিতে ৫-বারের বিশ্বসেরা৷ এদিন প্রথম ম্যাচে মেরি কমের পোলিশ প্রতিদ্বন্দ্বী মিশেলচুক ছিলেন ২০০৬ দিল্লি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী৷ ২ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন৷ রবিবার এমন দুর্দান্ত শুরুর পর গোটা দেশ তাকিয়ে মণিপুরের সোনার মেয়ের দিকে৷ 

No comments:

Post a Comment