Total Pageviews

Friday, 14 September 2012

এফডিআই নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

ডিজেল-রান্নার গ্যাস-এফডিআই নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত তৃণমূল৷ ফেসবুকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মঙ্গলবার কলকাতায় তৃণমূলের সংসদীয় দলের জরুরি বৈঠক৷ কেন্দ্র দাবি না মানলে, সরকারে থাকবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে সেদিন৷
ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের ভর্তুকি ছাঁটাইয়ের পরের দিনই বহু পণ্যের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আর এই এফডিআই-ছাড়পত্র নিয়েই ফের একবার কেন্দ্রের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হল তৃণমূলের৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে ফেসবুকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 
ডিজেলের দামবৃদ্ধি এবং রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত সমর্থন করছি না৷ খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এটা একটা বড় ধাক্কা৷ আমরা দুঃখিত৷ গরিব ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্তকে আমরা সমর্থন করব না৷ লুঠ চলছে, লুঠ৷...অনেকক্ষেত্রে মুখ খোলার থেকে চুপ করে থাকাটাই শ্রেয়৷ আমরা এই সিদ্ধান্তের অংশীদার নই৷ আমরা এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্তকে সমর্থন করছি না৷ এই ঘটনাক্রম সম্পর্কে আমরা অত্যন্ত সিরিয়াস৷ যদি, এই সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করা না হয়, তা হলে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত৷
এর পাশাপাশি, সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়ে কেন্দ্রকে ৭২ ঘণ্টার চরমসীমা দিয়েছে তৃণমূল৷ ঠিক হয়েছে,মঙ্গলবার, কলকাতায়, সংসদীয় দল বৈঠকে বসবে৷  সূত্রের খবর, সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কেন্দ্রীয় সরকারে থাকা না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে তৃণমূল৷  
যদিও, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্যগুলি বাধ্য নয়৷ 
প্রথমে ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো, তারপর ২৪ ঘণ্টার মধ্যেই এফডিআইয়ে ছাড়পত্র, ইউপিএর দ্বিতীয় বৃহত্তম শরিকের আপত্তিকে অগ্রাহ্য করারই বার্তা, যা তৃণমূলের কাছে বড় আঘাতের পাশাপাশি অসম্মানেরও বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এই অবস্থায়, ৭২ ঘণ্টার মধ্যে কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকের পর তৃণমূল কি সরকার থেকে সরে আসতে পারে? সে দিকেই এখন সবার নজর রইল৷ 


No comments:

Post a Comment