ভাড়া বৃদ্ধির দাবিতে সোমবার থেকে বাস ধর্মঘটের হুমকি দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট৷ পাশাপাশি, ২০ তারিখ থেকে ৩দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ ভাড়াবৃদ্ধি নিয়ে আজ বৈঠকে বসে মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটিও৷ যদিও ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকদের স্পষ্ট কোনও আশ্বাস দেননি পরিবহণমন্ত্রী মদল মিত্র৷
বৃহস্পতিবার রাত থেকে দাম বেড়েছে ডিজেলের৷ এই পরিস্থিতি ভাড়া না বাড়ালে আর বাস চালানো সম্ভব নয়, দাবি বাস মালিকদের৷ ভাড়া বাড়ানো নিয়ে এদিন বৈঠকে বসে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট৷ রবিবার পর্যন্ত সরকারকে চূড়ান্ত সময়সীমা দিয়ে সংগঠনের সভাপতি সাধন দাস বলেন, এবারও যদি সরকার বাসের ভাড়া বৃদ্ধিতে সবুজ সংকেত না দেয়, তা হলে সোমবার থেকে বাস চালানো যাবে না৷
সোমবারই বৈঠকে বসে মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটি৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতি ধাপে তিন টাকা করে ভাড়াবৃদ্ধির দাবিতে তাঁরা সোমবার, মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীকে চিঠি দেবেন৷
তবে ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকদের স্পষ্ট কোনও আশ্বাস দেননি পরিবহণমন্ত্রী৷ সোমবার পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে সমস্যায় ফেলবেন না৷
অন্যদিকে, শুক্রবার বৈঠকে বসে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনও৷ দাবি, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে, নাহলে ২০ তারিখ থেকে ৩দিনের ধর্মঘট৷
সংগঠনের দাবি, ট্যাক্সিতে উঠলেই ২২ টাকার বদলে দিতে হবে ৩২ টাকা৷ পরবর্তী প্রতি ২০০ মিটারে ভাড়া বাড়াতে হবে ৩ টাকা করে৷
বৃহস্পতিবার রাত থেকে দাম বেড়েছে ডিজেলের৷ এই পরিস্থিতি ভাড়া না বাড়ালে আর বাস চালানো সম্ভব নয়, দাবি বাস মালিকদের৷ ভাড়া বাড়ানো নিয়ে এদিন বৈঠকে বসে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট৷ রবিবার পর্যন্ত সরকারকে চূড়ান্ত সময়সীমা দিয়ে সংগঠনের সভাপতি সাধন দাস বলেন, এবারও যদি সরকার বাসের ভাড়া বৃদ্ধিতে সবুজ সংকেত না দেয়, তা হলে সোমবার থেকে বাস চালানো যাবে না৷
সোমবারই বৈঠকে বসে মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটি৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রতি ধাপে তিন টাকা করে ভাড়াবৃদ্ধির দাবিতে তাঁরা সোমবার, মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীকে চিঠি দেবেন৷
তবে ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকদের স্পষ্ট কোনও আশ্বাস দেননি পরিবহণমন্ত্রী৷ সোমবার পর্যন্ত অপেক্ষার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে সমস্যায় ফেলবেন না৷
অন্যদিকে, শুক্রবার বৈঠকে বসে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনও৷ দাবি, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে, নাহলে ২০ তারিখ থেকে ৩দিনের ধর্মঘট৷
সংগঠনের দাবি, ট্যাক্সিতে উঠলেই ২২ টাকার বদলে দিতে হবে ৩২ টাকা৷ পরবর্তী প্রতি ২০০ মিটারে ভাড়া বাড়াতে হবে ৩ টাকা করে৷

No comments:
Post a Comment