নয়াদিল্লি: লাল কৃষ্ণ আডবাণীর মন্তব্য ঘিরে তোলপাড় সংসদের বাদল অধিবেশন৷ বুধবার বাদল অভিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে আডবাণী বক্তব্য পেশ করতে গিয়ে, ২০০৯ সালের লোকসভা নির্বাচনকে অবৈধ বলে মন্তব্য করেন৷ এরপরই প্রতিবাদে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী প্রমুখ৷ প্রতিবাদ করেন অন্যান্য নেতারাও৷ পরে আডবাণী অবশ্য সাফাই দেন যে তিনি, ২০০৯-এর লোকসভা নির্বাচন নয়, তিনি ২০০৮-এর আস্থাভোট সম্পর্কে মন্তব্য করতে চেয়েছিলেন৷ কিন্তু, তাতেও প্রতিবাদের ঝড় থামেনি৷ পরে চাপের মুখে ‘অবৈধ’ শব্দটি প্রত্যাহারও করে নেন আডবাণী৷
No comments:
Post a Comment