Total Pageviews

Wednesday, 8 August 2012

দেশে ফিরলেন রুপোজয়ী বিজয় কুমার




নয়াদিল্লি: অলিম্পিকে পদক জয়ের পর অভিমান ঝরে পড়েছিল বিজয় কুমারের  গলায়৷ পুরুষদের র্যাপিড ফায়ার শ্যুটিংয়ে রুপো জয়ী বিজয় কুমার জানিয়েছিলেন, ভারতীয় সেনা তাঁকে উপযুক্ত সম্মান দেয়নি৷ তাই সেনাবাহিনীর  চাকরি ছাড়তে চান তিনি৷ কিন্তু দেশে ফিরে রুপোজয়ী জানালেন, তাঁর সাফল্যের পিছনে রয়েছে সেনারই অবদান৷ জানিয়েছেন, আপাতত পরিবারের সঙ্গেই কাটাতে চান বেশ কিছু দিন৷ তারপর ফের নতুন উদ্যোমে শুরু করবেন অনুশীলন৷ বুধবার অলিম্পিক পদকজয়ীকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে হাজির ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধিরা৷ উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অলিম্পিকে এখনও পর্যন্ত একমাত্র রুপোজয়ীকে৷ সূত্রের খবর, পদকজয়ী বিজয় কুমারের পদোন্নতির বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে৷ দেওয়া হবে আর্থিক পুরস্কারও৷

No comments:

Post a Comment