মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বেলপাহাড়িতে সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনও মুখ্যমন্ত্রীরও দারিদ্যপীড়িত বেলপাহাড়িতে এই প্রথম পা পড়বে৷ তাই এখনই জোড়া আনন্দে উদ্বেল এলাকাবাসী৷ বুধবার বেলপাহাড়ির ব্লক অফিস ময়দানে সভা করবেন মমতা৷ সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে৷ নিরাপত্তার আয়োজনও নজিরবিহীন৷
মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনবার ঝাড়গ্রাম সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বেলপাহাড়িতে এই প্রথম৷ অন্যদিকে, এই প্রথম বেলপাহাড়িতে আসছেন কোনও মুখ্যমন্ত্রী৷ তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে জোড়া আনন্দে উদ্বেল বেলপাহাড়িবাসী৷
আগামী পরশু বেলপাহাড়ির ব্লক অফিস ময়দানে সভা করবেন মুখ্যমন্ত্রী৷ সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে৷ সোমবার সভাস্থল পরিদর্শন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ণমন্ত্রী সুকুমার হাঁসদা৷ ঘুরে দেখেন প্রস্তুতি৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোরদার ততপরতা নিরাপত্তা মহলে। রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে আধা সামরিক বাহিনীও৷ এদিন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আইজি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ এলএম মিনা-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা৷ বেলপাহাড়ির সভা থেকে ফের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে উন্নয়ন এবং শান্তির বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷
No comments:
Post a Comment