Monday, 6 August 2012

ভারতকে চতুর্থ পদক দিলেন মেরি কম


লন্ডন: অলিম্পিকে মেয়েদের বস্কিংয়ের আবির্ভাবেই প্রথম পদক নিশ্চিত করে ইতিহাসে ঢুকে পড়লেন মেরি কম৷ অলিম্পিকের দশম দিনে এল ভারতের চতুর্থ পদক৷ লন্ডনের এক্সেল সাউথ এরিনায় মেয়েদের ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনালে মণিপুরের মেয়ে জিতলেন ১৫-৬ পয়েন্টে৷ হারালেন তিউনিশিয়ার প্রতিদ্বন্দ্বী মারৌয়া রাহালিকে৷ ৪ রাউন্ডের বাউটের সব রাউন্ডেই প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেন মেরি কম৷
রবিবার লন্ডনের এক্সেল এরিনা নতুন ইতিহাসের সাক্ষী ছিল। গ্রেটেস্ট শো অন আর্থ-এ ঢুকে পড়ে মেয়েদের বক্সিং৷ ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগে জয় দিয়েই যাত্রা শুরু হয় ভারতের মেরি কমের৷ পাঁচবারের বিশ্বসেরা ভারতীয় মেয়ে হারালেন পোল্যান্ডের ক্যারোলিনা মিশেলচুককে৷ প্রথম ও চতুর্থ রাউন্ডে তুল্যমূল্য লড়াই হয়৷ দ্বিতীয় রাউন্ডে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন মেরি৷ তৃতীয় রাউন্ডে ৭-৩ পয়েন্টের লিড নেন৷ ৪ রাউন্ডের লড়াই শেষে ১৯-১৪ পয়েন্টে বাউট জেতেন মণিপুরি মেয়ে

No comments:

Post a Comment